Ajker Patrika

ভারতে নবীকে (সা.) নিয়ে কটূক্তি, বিজেপি বিধায়ক গ্রেপ্তার

কলকাতা প্রতিনিধি
ভারতে নবীকে (সা.) নিয়ে কটূক্তি, বিজেপি বিধায়ক গ্রেপ্তার

ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের এক বিধায়ক। তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরে বিজেপির বিধায়ক টি রাজা সিং নবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ তাঁকে অন্যের ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার করেছে।

এর আগে, চলতি বছরের জুন মাসে বিজেপি মুখপাত্র নূপুর শর্মাও নবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর মন্তব্যের জের ধরে তাঁকে বরখাস্ত করে করে বিজেপি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার এক ভিডিও বার্তায় রাজা সিং নবী (সা.) সম্পর্কে আপত্তিকর বক্তব্য রেখে হায়দরাবাদে উত্তেজনার সৃষ্টি করলেন। এদিকে, নবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে টি রাজা সিংকে বহিষ্কার করেছে বিজেপি।

ঘটনার সূত্রপাত কৌতুক অভিনেতা মুনওয়ার ফারুকির এক অনুষ্ঠানকে ঘিরে। সেই অনুষ্ঠানে হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত হেনেছেন ফারুকি এমনই অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক। সেই প্রতিবাদের অংশ হিসেবেই গত রোববার ১০ মিনিটের একটি ভিডিও সামনে আসে। অনেকেই অভিযোগ করেছেন, সেই ভিডিওতেই নবীকে (সা.) অসম্মান করা হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসার পরপরই বিক্ষোভ শুরু হয় হায়দরাবাদ জুড়ে। গত সোমবার রাতে সিটি পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিস ঘেরাও করে উত্তেজিত জনতা। তাঁদের দাবি, রাজা সিংকে গ্রেপ্তার করতে হবে।

আজ মঙ্গলবার সকালে হায়দরাবাদ দক্ষিণাঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার পি সাই চৈতন্য জানান, রাজা সিংকে গ্রেপ্তার করা হয়েছে। এখন জনতার দাবি, কঠোর শাস্তি দিতে হবে টি রাজা সিংকে। উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...