Ajker Patrika

ইউক্রেন যুদ্ধে পরাজিত হলে গুপ্তহত্যার শিকার হতে পারেন পুতিন: মাস্ক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৪১
ইউক্রেন যুদ্ধে পরাজিত হলে গুপ্তহত্যার শিকার হতে পারেন পুতিন: মাস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, ইউক্রেনে হারার কোনো সুযোগ নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। হারলে তিনি গুপ্তহত্যার শিকার হতে পারেন। মাস্কের স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রভাবিত হয়েছে—এমন অভিযোগের বিপরীতে যুক্তরাষ্ট্রের বিরোধীদলীয় রিপাবলিকান সিনেটরদের উদ্দেশ্য করে এ কথা বলেছেন তিনি। 

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার এক আলোচনা সভায় ইলন মাস্ক এ কথা বলেন। আলোচনা সভায় রিপাবলিকান সিনেটর রন জনসন, জেডি ভ্যান্স, মাইক লি উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট মনোনয়নের সাবেক প্রার্থী বিবেক রামাস্বামীও উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় মাইক জনসন বলেন, ইউক্রেনে পুতিনের হারার কোনো সুযোগ নেই। যাঁরা ভাবছেন ইউক্রেন জিতবে, তাঁরা এক কাল্পনিক জগতে বাস করছেন। এ সময় ইলন মাস্ক তাঁর মন্তব্যের সঙ্গে একমত হন। এ সময় ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ান ও গাজায় সহায়তা দেওয়ার জন্য মার্কিন সরকারের ৯৫ বিলিয়ন ডলারের বিলের বিরোধিতা করেন জেডি ভ্যান্স। 

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইলন মাস্ক বলেন, তিনি আশা করেন, মার্কিন নাগরিকদের উচিত দেশটির সরকার ইউক্রেনের জন্য যে ৬০ বিলিয়ন ডলার সহায়তা বিল উত্থাপন করেছে, সে বিষয়ে নিজ নিজ এলাকার আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করা। তিনি বলেন, ‘এই ব্যয় ইউক্রেনকে সহায়তা করবে না।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধ দীর্ঘায়ত করার মাধ্যমে ইউক্রেনকে সহায়তা করা হবে না।’ 
 
ইলন মাস্ক তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সেও ইউক্রেনের যুদ্ধ জেতার সক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বারবার সহায়তা চাওয়ার বিষয়টি নিয়েও ব্যঙ্গ করেন। 
 
আলোচনা সভায় পুতিন বলেন, ‘এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য পুতিনের ওপর চাপ আছে। তিনি যদি এই যুদ্ধ থেকে পিছিয়ে যান, তবে তিনি গুপ্তহত্যারও শিকার হতে পারেন।’ এ সময় তিনি বলেন, তাঁকে অনেকেই পুতিনের পক্ষে সাফাইদানকারী হিসেবে আখ্যা দেন। কিন্তু এই অভিযোগ অন্তঃসারশূন্য। তিনি এ সময় দাবি করেন, তাঁর প্রতিষ্ঠানগুলো রাশিয়াকে চাপে ফেলতে যা করেছে, তা অন্য যেকোনো পশ্চিমা প্রতিষ্ঠানের চেয়ে বেশি। 

মাস্ক উল্লেখ করেন, তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট সেবা দিচ্ছে। এ ছাড়া স্পেসএক্স রাশিয়া থেকেও তাদের ব্যবসা সরিয়ে নিয়েছে। মাস্ক জানান, তাঁর মূল লক্ষ্য হলো চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের প্রাণহানি বন্ধ করা। তবে এ সময় তিনি পুতিনকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা খুবই ‘অজ্ঞতাসূচক’ কাজ হবে বলেও উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত