জার্মান চিন্তাবিদ ও সাম্যবাদী দর্শনের প্রবক্তা কার্ল মার্ক্সের আদর্শকে ধারণ করে সমাজের শোষিত শ্রেণির অধিকার প্রতিষ্ঠার জন্য আজও লড়ে যাচ্ছেন অনেকে। তাঁর রচিত কমিউনিস্ট মেনিফেস্টো কিংবা দাস ক্যাপিটালকে অনেকে শোষণ–বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র হিসেবে বিবেচনা করেন। কাঙ্ক্ষিত এই মহাপুরুষের সমাধি দেখতে প্রতিবছরই যুক্তরাজ্যের উত্তর লন্ডনে হাইগেট সমাধিস্থলে হাজির হন অসংখ্য মানুষ।
গত বুধবার (১৭ জানুয়ারি) প্রকাশিত দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কার্ল মার্ক্সের সেই সমাধির পাশে সমাহিত হওয়ার সুযোগ উন্মুক্ত করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তবে এর জন্য যে শর্ত দেওয়া হয়েছে, তা মার্ক্সের সমাজতন্ত্র ধারণার মানানসই নয়। কী সেই শর্ত?
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যে সমাধিস্থলে মার্ক্স শায়িত আছেন, সেখানে বেশ কিছু নতুন প্লট তৈরি করা হয়েছে। এ ধরনের একটি সাধারণ প্লট ৫ লাখ পাউন্ডে পাওয়া গেলেও মার্ক্সের পাশে কোনো কবর সমাধিস্থ হওয়ার বাসনা থাকলে তাঁকে গুনতে হবে অন্তত ২৫ হাজার পাউন্ড। সর্বশেষ বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এটি অন্তত পৌনে ৩৫ লাখ টাকা!
বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে। মার্ক্সের পাশে সমাধিস্থ হওয়াটা গৌরবের বিষয় মনে করলে অস্বাভাবিক মূল্য দিয়ে কবরের জায়গা কেনাটা কতখানি মার্ক্সের সমাজতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, সেটিও তো বিবেচনা করা উচিত!
মুশকিল হচ্ছে, জমির মূল্য নির্ধারণ নিয়ে মার্ক্সের আলাদা কোনো তত্ত্ব থাকলে হাইগেট সিমেটারির প্লটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সেটি না হয় বিবেচনা করা যেত। সে রকম কিছু তো নেই। যদিও অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর ‘ভাড়া ও কর তত্ত্ব’-এর সমালোচনা করে লেখালেখি করেছেন মার্ক্স। তবে মার্ক্সের সেই আলোচনা হাইগেট সিমেটারির ক্ষেত্রে তখনই প্রযোজ্য হতে পারে, যদি তাতে আরও বেশি মার্ক্সের জন্ম নেওয়ার সম্ভাবনা তৈরি হয়! রিকার্ডো যেখানে এ ক্ষেত্রে অধিকতর উৎপাদনশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন।
শেষ পর্যন্ত হয়তো হাইগেট সমাধিস্থলে মার্ক্সের সমাধির কাছের প্লটগুলো ২৫ হাজার পাউন্ডের বেশি দামে বিক্রি হতে পারে।
মার্ক্সের সমাধি দেখার জন্য অসংখ্য পর্যটকের সমাগম হয় হাইগেট সমাধিস্থলে। তবে সবাই যে মার্ক্সের সমাধি দেখতে যান এমনও নয়। এমন অনেকে আছেন, যাঁরা সেই সমাধিস্থলে জর্জ ইলিয়ট কিংবা জর্জ মাইকেলের সমাধিও দেখতে যান। আরও অসংখ্য রথী-মহারথীকে সেখানে সমাধিস্থ করা হয়েছে। মার্ক্সের সমাধি ধ্বংস কিংবা উড়িয়ে দেওয়ার প্রচেষ্টাও হয়েছে একাধিকবার। সর্বশেষ ২০১৯ সালে তাঁর সমাধির স্থাপনায় ‘ক্ষুধার্তের মতাদর্শ’ এবং ‘গণহত্যার জনক’ শব্দগুলোও লিখে দিয়েছিল কেউ।
গার্ডিয়ানের প্রতিবেদনে মত দেওয়া হয়েছে, যারা মার্ক্সের মতাদর্শকে সত্যিই ধারণ করেন, তাঁদের দ্বারা গুরুর সমাধির পাশে সমাহিত হওয়া প্রায় অসম্ভব! কারণ, আপনি যে ধরনের কমিউনিস্টই হোন না কেন, এমনকি আধুনিক ধনী কমিউনিস্ট হলেও আপনার মতাদর্শ এ ধরনের সম্পদ কেনায় সায় দিতে পারে না। তবে কেউ চাইলে চরম কমিউনিস্টবিরোধী হয়েও বিপুল অর্থ দিয়ে মার্ক্সের সমাধির পাশে সমাহিত হতে পারেন। এমনটি হলে নিঃসন্দেহে মার্ক্সের শেষ বিশ্রামের স্থানটির মর্যাদা নষ্ট করার উদ্দেশ্যেই ঘটবে!
শোষিত মানুষকে ন্যায্য অধিকারের বিষয়ে সচেতন করতে আমৃত্যু সংগ্রাম করেছেন ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত জার্মান চিন্তাবিদ, দার্শনিক, সমাজবিজ্ঞানী ও দ্বান্দ্বিক বস্তুবাদের প্রবক্তা কার্ল মার্ক্স। ১৮১৮ সালে জার্মানিতে জন্ম হলেও যৌবন থেকে জীবনের বাকিটা সময় ইংল্যান্ডেই কাটিয়েছেন। সমাজতান্ত্রিক চিন্তাধারা তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেশ ছাড়তে বাধ্য করা হয় তাঁকে। ১৯৪৯ সালে যুক্তরাজ্যের লন্ডনে চলে আসেন। সেখানেই ১৮৮৩ সালে তাঁর মৃত্যু হয়।
জার্মান চিন্তাবিদ ও সাম্যবাদী দর্শনের প্রবক্তা কার্ল মার্ক্সের আদর্শকে ধারণ করে সমাজের শোষিত শ্রেণির অধিকার প্রতিষ্ঠার জন্য আজও লড়ে যাচ্ছেন অনেকে। তাঁর রচিত কমিউনিস্ট মেনিফেস্টো কিংবা দাস ক্যাপিটালকে অনেকে শোষণ–বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র হিসেবে বিবেচনা করেন। কাঙ্ক্ষিত এই মহাপুরুষের সমাধি দেখতে প্রতিবছরই যুক্তরাজ্যের উত্তর লন্ডনে হাইগেট সমাধিস্থলে হাজির হন অসংখ্য মানুষ।
গত বুধবার (১৭ জানুয়ারি) প্রকাশিত দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কার্ল মার্ক্সের সেই সমাধির পাশে সমাহিত হওয়ার সুযোগ উন্মুক্ত করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তবে এর জন্য যে শর্ত দেওয়া হয়েছে, তা মার্ক্সের সমাজতন্ত্র ধারণার মানানসই নয়। কী সেই শর্ত?
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যে সমাধিস্থলে মার্ক্স শায়িত আছেন, সেখানে বেশ কিছু নতুন প্লট তৈরি করা হয়েছে। এ ধরনের একটি সাধারণ প্লট ৫ লাখ পাউন্ডে পাওয়া গেলেও মার্ক্সের পাশে কোনো কবর সমাধিস্থ হওয়ার বাসনা থাকলে তাঁকে গুনতে হবে অন্তত ২৫ হাজার পাউন্ড। সর্বশেষ বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এটি অন্তত পৌনে ৩৫ লাখ টাকা!
বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে। মার্ক্সের পাশে সমাধিস্থ হওয়াটা গৌরবের বিষয় মনে করলে অস্বাভাবিক মূল্য দিয়ে কবরের জায়গা কেনাটা কতখানি মার্ক্সের সমাজতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, সেটিও তো বিবেচনা করা উচিত!
মুশকিল হচ্ছে, জমির মূল্য নির্ধারণ নিয়ে মার্ক্সের আলাদা কোনো তত্ত্ব থাকলে হাইগেট সিমেটারির প্লটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সেটি না হয় বিবেচনা করা যেত। সে রকম কিছু তো নেই। যদিও অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর ‘ভাড়া ও কর তত্ত্ব’-এর সমালোচনা করে লেখালেখি করেছেন মার্ক্স। তবে মার্ক্সের সেই আলোচনা হাইগেট সিমেটারির ক্ষেত্রে তখনই প্রযোজ্য হতে পারে, যদি তাতে আরও বেশি মার্ক্সের জন্ম নেওয়ার সম্ভাবনা তৈরি হয়! রিকার্ডো যেখানে এ ক্ষেত্রে অধিকতর উৎপাদনশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন।
শেষ পর্যন্ত হয়তো হাইগেট সমাধিস্থলে মার্ক্সের সমাধির কাছের প্লটগুলো ২৫ হাজার পাউন্ডের বেশি দামে বিক্রি হতে পারে।
মার্ক্সের সমাধি দেখার জন্য অসংখ্য পর্যটকের সমাগম হয় হাইগেট সমাধিস্থলে। তবে সবাই যে মার্ক্সের সমাধি দেখতে যান এমনও নয়। এমন অনেকে আছেন, যাঁরা সেই সমাধিস্থলে জর্জ ইলিয়ট কিংবা জর্জ মাইকেলের সমাধিও দেখতে যান। আরও অসংখ্য রথী-মহারথীকে সেখানে সমাধিস্থ করা হয়েছে। মার্ক্সের সমাধি ধ্বংস কিংবা উড়িয়ে দেওয়ার প্রচেষ্টাও হয়েছে একাধিকবার। সর্বশেষ ২০১৯ সালে তাঁর সমাধির স্থাপনায় ‘ক্ষুধার্তের মতাদর্শ’ এবং ‘গণহত্যার জনক’ শব্দগুলোও লিখে দিয়েছিল কেউ।
গার্ডিয়ানের প্রতিবেদনে মত দেওয়া হয়েছে, যারা মার্ক্সের মতাদর্শকে সত্যিই ধারণ করেন, তাঁদের দ্বারা গুরুর সমাধির পাশে সমাহিত হওয়া প্রায় অসম্ভব! কারণ, আপনি যে ধরনের কমিউনিস্টই হোন না কেন, এমনকি আধুনিক ধনী কমিউনিস্ট হলেও আপনার মতাদর্শ এ ধরনের সম্পদ কেনায় সায় দিতে পারে না। তবে কেউ চাইলে চরম কমিউনিস্টবিরোধী হয়েও বিপুল অর্থ দিয়ে মার্ক্সের সমাধির পাশে সমাহিত হতে পারেন। এমনটি হলে নিঃসন্দেহে মার্ক্সের শেষ বিশ্রামের স্থানটির মর্যাদা নষ্ট করার উদ্দেশ্যেই ঘটবে!
শোষিত মানুষকে ন্যায্য অধিকারের বিষয়ে সচেতন করতে আমৃত্যু সংগ্রাম করেছেন ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত জার্মান চিন্তাবিদ, দার্শনিক, সমাজবিজ্ঞানী ও দ্বান্দ্বিক বস্তুবাদের প্রবক্তা কার্ল মার্ক্স। ১৮১৮ সালে জার্মানিতে জন্ম হলেও যৌবন থেকে জীবনের বাকিটা সময় ইংল্যান্ডেই কাটিয়েছেন। সমাজতান্ত্রিক চিন্তাধারা তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেশ ছাড়তে বাধ্য করা হয় তাঁকে। ১৯৪৯ সালে যুক্তরাজ্যের লন্ডনে চলে আসেন। সেখানেই ১৮৮৩ সালে তাঁর মৃত্যু হয়।
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
৭ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
২ ঘণ্টা আগে