Ajker Patrika

চীনে ছুরিকাঘাতে আহত ৪ মার্কিন শিক্ষক 

আপডেট : ১১ জুন ২০২৪, ১৩: ৩৭
চীনে ছুরিকাঘাতে আহত ৪ মার্কিন শিক্ষক 

চীনের একটি পার্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের চার বিশ্ববিদ্যালয়শিক্ষক। তাঁরা সবাই যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মার্কিন গণমাধ্যম ও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জিলিনের একটি সরকারি পার্কে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের আইওয়া থেকে নির্বাচিত সদস্য অ্যাডাম জাবনার জানিয়েছেন, ছুরিকাঘাতে আহতদের মধ্যে একজন তাঁর ভাই ডেভিড। 

অ্যাডাম জাবনার বলেন, সোমবার তাঁর ভাইসহ অন্য শিক্ষকেরা স্থানীয় একটি প্যাগোডা পরিদর্শন করতে গেলে এক লোক এসে তাঁদের ছুরিকাঘাত করেন। হামলায় তাঁর ভাই হাতে আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন।

কর্নেল বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই শিক্ষকেরা দিনের বেলায় পার্কটিতে ঘুরতে গিয়েছিলেন। হামলাটিকে ‘গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছেন তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ঘটনাটি তারা অবহিত। তবে আর বেশি কিছু জানাননি তিনি। 
 
কর্নেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের অংশ হিসেবে সেখানে শিক্ষকতা করছিলেন আহতরা। পার্কটিতে বেড়ানোর সময় চীনের বেইউয়া বিশ্ববিদ্যালয়ের এক সদস্য তাঁদের সঙ্গে ছিলেন। 
 
এ ঘটনায় চীনের কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। হামলার পরপরই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা গেছে, অন্তত তিন ব্যক্তি রক্তাক্ত হয়ে আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত