Ajker Patrika

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ২৯
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

গতকাল শুক্রবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে মহানগর কৃষক দলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে কৃষক দল কেন্দ্রীয় সদস্যদের সহসাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সহসভাপতি রাকিব হোসেন, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম মাস্টার, যুগ্ম আহ্বায়ক বুলি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আরিফ হোসেন, ১৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আরিফুজ্জামান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহসাংগঠনিক সম্পাদক জুয়ের হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। চলমান করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের আয় এমনিতেই অনেক কমে গেছে। এর ওপর সরকারের ব্যর্থতায় দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে।

বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়। দেশবাসী এই সরকারকে আর চায় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত