Ajker Patrika

প্রধানমন্ত্রীকে চিঠি তামান্নার

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২: ১১
প্রধানমন্ত্রীকে চিঠি তামান্নার

যশোরের জেলা প্রশাসকের পরামর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লিখেছেন ঝিকরগাছার প্রতিবন্ধী অদম্য মেধাবী তামান্না নূরা। গতকাল সোমবার তামান্নার লেখা চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

চিঠির বিষয়ে জানতে চাইলে তামান্না নূরা বলেন, ‘আমি আমার দুটি স্বপ্নের কথা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। আমার একটি স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা, অন্যটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা। প্রধানমন্ত্রী আমার দুই স্বপ্ন পূরণে নিশ্চয়ই সহযোগিতা করবেন।’

তামান্নার বাবা রওশন আলী বলেন, ‘মেয়ের লেখা চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার সোমবার পৌঁছে দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বরাবর তামান্নার লেখা চিঠি পেয়েছি। সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।’

তামান্না নূরা চলতি বছর উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান শাখায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। দুটি হাত ও একটি পাহীন জন্ম নেওয়া তামান্না পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ-৫ অর্জন করে।

গত ৩ ডিসেম্বর আজকের পত্রিকায় এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া তামান্নাকে নিয়ে ‘এক পায়ে তামান্নার জোর কদমে চলা’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। পরে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত ডিসি) শওকত হোসাইনকে তার সঙ্গে সাক্ষাৎ করতে পাঠান।

গত ২০ জানুয়ারি ঝিকরগাছা বাঁকড়া আলীপুর গ্রামের প্রতিবন্ধী তামান্না নূরার সঙ্গে সাক্ষাৎ করতে যান স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত ডিসি) শওকত হোসাইন। এ সময় তাঁকে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করার পরামর্শ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত