Ajker Patrika

ডিসেম্বরে গ্রেপ্তার ১৯ ‘মাদক কারবারি’

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ২২
ডিসেম্বরে গ্রেপ্তার ১৯ ‘মাদক কারবারি’

ব্রাহ্মণপাড়ায় গত বছরের ডিসেম্বর মাসে থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় ১৬টি অভিযান পরিচালনা করেন। এতে ১৯ জনকে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে ১০ লাখ ৩৪ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়াও থানা-পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ আরও ২৯ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসের বিভিন্ন সময়ে ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় থানা-পুলিশ ১৫টি অভিযান পরিচালনা করে ১৭ জনকে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এসব অভিযানে ৪৩ কেজি গাঁজা, ২৩০টি ইয়াবা বড়ি, নেশাজাতীয় ২০ বোতল সিরাপ ও ৫৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।

এ ছাড়া থানা-পুলিশ ডিসেম্বর মাসে সাজাপ্রাপ্ত পলাতক আসামি একজন, পরোয়ানাভুক্ত পলাতক আসামি ১৮ জন ও বিভিন্ন নিয়মিত মামলার আরও ১০ জন আসামিকে গ্রেপ্তার করে।

এদিকে বিজিবি সদস্যরা ডিসেম্বর মাসে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, ‘মাদকদ্রব্য নির্মূলে পুলিশের অভিযান চলবে এবং এ বছর তা আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত