Ajker Patrika

বছর ধরে মিলছে না ডায়াবেটিসের ওষুধ

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ১৮
বছর ধরে মিলছে না  ডায়াবেটিসের ওষুধ

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে ডায়াবেটিসের ওষুধ বিতরণ এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে বারবার এসে ওষুধ না পাওয়ায় এখন রোগীরা আর আগের মতো আসছেন না। যারা–ও আসছেন তাঁরা ওষুধ না পেয়ে ফিরছেন হতাশ হয়ে।

এনসিডি কর্নারে থেকে সাধারণত উচ্চ রক্তচাপের তিন ধরনের–হৃদ্‌রোগের শ্বাসকষ্টের, ডায়াবেটিস ও চর্বি কাটার ওষুধ বিনা মূল্যে দেওয়ার কথা থাকলেও ওষুধ না থাকায় এসব রোগীদের ভোগান্তি বেড়েছে।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে মাত্র দুজন রোগী। অথচ এর আগে প্রতিদিন এ বিভাগে রোগীর ভিড় সামলাতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হতো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব মতে, তখন এনসিডি কর্নারে প্রতিদিন ১৩০-১৫০ জন রোগী আসতেন। সেখানে এখন রোগী আসে ২৫-৩০ জন। চলতি বছরে প্রায় নয় মাস ধরে ওষুধ বিতরণ না থাকায় রোগী আসা কমে গেছে।

এনসিডি কর্নারে দায়িত্বরত চিকিৎসক জিয়াউর রহমান বলেন, ‘ওষুধ সরবরাহ না থাকায় শুধু উচ্চ রক্তচাপের এক ধরনের ও হৃদ্‌রোগের এক পদের ওষুধ দেওয়া হচ্ছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশিদুল আলম বলেন, ‘ওষুধ সরবরাহ না থাকায় রোগীদের দেওয়া যাচ্ছে না। এ বিষয় একাধিকবার স্বাস্থ্য বিভাগকে চাহিদাপত্র দেওয়া হয়েছে। বরাদ্দ হয়ে গেছে। শিগগিরই ওষুধ আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত