Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চয়তা দূর হলো মেধাবী জাহিদুলের

রংপুর প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৩: ৩৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চয়তা দূর হলো মেধাবী জাহিদুলের

রংপুর প্রতিনিধিরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও টাকার অভাবে ভর্তি নিয়ে চিন্তায় পড়েন মেধাবী জাহিদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তাঁকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

গতকাল সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কার্যালয়ে ওই শিক্ষার্থীর হাতে সহায়তার অর্থ তুলে দেন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মেহেদুল করিম পিপিএম, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আবু বকর সিদ্দিক, উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. মহিদুল ইসলাম পিপিএম, উপপুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তকী ইবনু মিনান, উপপুলিশ কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মেনহাজুল আলম, উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. আবু সাইমসহ অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা।

এ সময় পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বলেন, ‘আমরা গর্বিত এমন একজন মেধাবী ছাত্রের পাশে দাঁড়িয়ে তাঁর বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনিশ্চয়তা দূর করতে পেরে। বাংলাদেশ পুলিশ যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। করোনা মহামারিতেও বাংলাদেশ পুলিশ সম্মুখসারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে তার প্রমাণ রেখেছে। দরিদ্র মেধাবী ছাত্রের পাশে দাঁড়ানোকে একটা ভালো কিছু করার সুযোগ বলে মনে করি।’ এ সময় কমিশনার জাহিদুল ইসলামকে মাদকসহ যেকোনো ধরনের অসামাজিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত