Ajker Patrika

শক্তি দেখিয়ে আ.লীগ প্রার্থীর মনোনয়ন জমা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ৪৬
শক্তি দেখিয়ে আ.লীগ প্রার্থীর মনোনয়ন জমা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল আজিজ মণ্ডল মাস্টার নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শোডাউন ও শক্তির মহড়া করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত রোববার দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে বেলা ১১টা থেকে তাঁর নেতা-কর্মী ও সমর্থকেরা সুজাপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে একত্র হতে থাকেন। এ সময় দুই শতাধিক ট্রাক্টর, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন ও স্লোগানে মুখর হয়ে উঠে পুরো মাঠ।

এদিকে নির্বাচনী আচরণবিধির অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল-সমাবেশ ও মহড়া না করার বিধিনিষেধ থাকলেও ওই প্রার্থীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। একই কথা জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াজেদ আলী।

তিনি বলেন, সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করতে হবে। যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দেন, তবে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রার্থী আব্দুল আজিজ মণ্ডল মাস্টার বলেন, ‘আমরা কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করিনি। আমরা সুজাপুরে একত্র হয়েছি, সেখান থেকে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি।’

ফুলবাড়ী ইউএনও মো. রিয়াজ উদ্দিন বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের শাস্তির বিষয়ে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এ রকম কোনো প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত