Ajker Patrika

পুঠিয়ায় দুর্বৃত্তের হাতে কলেজ শিক্ষার্থী খুন

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২২, ১২: ২৬
পুঠিয়ায় দুর্বৃত্তের হাতে কলেজ শিক্ষার্থী খুন

রাজশাহীর পুঠিয়ায় রেললাইনের পাশ থেকে হাসিবুর রহমান সাগর (১৯) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার ভোরে উপজেলার বেলপুকুর গ্রামের বাড়ির পাশেই তাঁর লাশটি পাওয়া যায়। ঈদের পরদিন বুধবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশের ধারণা, হাসিবুরকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

হাসিবুর রহমান সাগর বেলপুকুর গ্রামের সাহাদ আলীর ছেলে। তিনি বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মনিরুজ্জামান বলেন, ‘ঈদের পরদিন বুধবার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন হাসিবুর। নাটোর থেকে ঘুরে আসেন। এরপর সন্ধ্যা থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।’

মনিরুজ্জামান আরও বলেন, আজ (গতকাল শুক্রবার) ভোরে হাসিবুরের মা হাসি বেগম বাড়ি থেকে ছেলেকে খুঁজতে বের হন। তখন তিনিই প্রথম রেললাইনের পাশে ছেলের লাশ দেখতে পান। এরপর তিনি থানায় খবর দেন।’

ওসি বলেন, ‘ঈদের পরদিন দিবাগত রাতে মাথায় আঘাত করে হাসিবুরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা হাসিবুরকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত