Ajker Patrika

বিএনপি নেতা হত্যা মামলার ১৪ আসামি কারাগারে

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৬
বিএনপি নেতা হত্যা মামলার ১৪ আসামি কারাগারে

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৪ জন আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসান এ আদেশ দেন।

আসামিরা হলেন—মো. শাহজালাল, ইদ্রিস মোল্লা, জাবের সোনার, জিন্নাত মোল্লা, জিল্লুর রহমান, মাসুদ রানা, প্রশান্ত কুমার, আব্দুল আজিজ, মো. আওয়াল, আজগর সোনার, কোরবান মোল্লা, আব্দুর রাজ্জাক কবিরাজ, ওয়াজেদ আলী সোনার ও মনির হোসেন।

বড়াইগ্রাম আমলী আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) খাদেমুল ইসলাম বলেন, নাটোর জেলা সিআইডি বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেনসহ মোট ৪১ জনের নাম উল্লেখ করে গত ২৪ জুন আদালতে চার্জশিট দাখিল করে। ওই চার্জশিটে নতুন ১৪ জন আসামির নাম অন্তর্ভুক্ত করা হয়। মঙ্গলবার আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত