Ajker Patrika

মোবাইল ফোনে পরিচয় ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৯
মোবাইল ফোনে পরিচয় ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ

মোবাইল ফোনে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক কলেজছাত্রীর সঙ্গে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের এক তরুণের পরিচয়। এরপর ছাত্রীকে সান্তাহারে ডেকে এনে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই তরুণের বিরুদ্ধে।

ওই ছাত্রী কোম্পানীগঞ্জের একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী। আর ওই তরুণের নাম রাজ (২১)। তিনি বখাটে। বাড়ি আদমদীঘির সান্তাহার পৌর শহরের পান্নার মোড় এলাকায়। তিনি এক পুলিশ সদস্যের ছেলে বলে জানা গেছে। রাজ ওই ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে এনে সান্তাহারের একটি বাসায় কৌশলে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে গত বৃহস্পতিবার রাতে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার ওই ছাত্রী বাদী হয়ে আদমদীঘি থানায় দুজনের নামে লিখিত অভিযোগ দেয়। এতে রাজের বিরুদ্ধে ধর্ষণের এবং তাঁর খালা ইতু বেগমের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় রাজের। একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। এরপর ওই ছাত্রীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ওই ছাত্রীকে সান্তাহারে আসতে বলেন রাজ। ছাত্রী এলে তাকে নিয়ে সান্তাহার ফারিস্তা পার্কে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় কাটান। পরে সান্তাহার পান্নার মোড়ে রাজ তাঁর খালা ইতু বেগমের বাসায় ওই ছাত্রীকে নিয়ে যান। রাতে ছাত্রীকে বিরিয়ানি ও কোক খেতে দেন। কোকের সঙ্গে কৌশলে ঘুমের ওষুধ মিশিয়ে দেন রাজ। পরে তাকে ধর্ষণ করেন রাজ। পরদিন শুক্রবার সকালে আদমদীঘি থানা-পুলিশের সহায়তা নেয় ওই ছাত্রী। পরে থানায় রাজ ও তাঁর খালা ইতুর নামে লিখিত অভিযোগ দেয়।

এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, প্রাথমিক তদন্ত শেষে ছাত্রীর অভিযোগটি গতকাল শনিবার সকালে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। তা ছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুই আসামি পলাতক। তাঁদের গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত