Ajker Patrika

টিসিবির পণ্য পেয়ে সন্তোষ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৬: ১৪
টিসিবির পণ্য পেয়ে সন্তোষ

পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে পণ্য পৌঁছে দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু করেছে গতকাল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বগুড়া, সিরাজগঞ্জ এবং জয়পুরহাটে এই পণ্য দেওয়া হয়। প্রথম দিনে সুষ্ঠুভাবে পণ্য বিক্রি শেষ হয়। রোজার আগে এবং রোজার মধ্যে দুই ধাপে এই পণ্য বিক্রি করা হবে। প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া: জেলায় ১ লাখ ৬৩ হাজার ১৯৮ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার সকালে সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল উপস্থিত ছিলেন।

আদমদীঘি: সান্তাহার পৌর শহরের মহিলা কলেজ চত্বরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায়, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, কাউন্সিলর নজরুল ইসলাম প্রমুখ।

সারিয়াকান্দি: উপজেলার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন মেয়র মতিউর রহমান মতি, কাউন্সিলর মামুন প্রমুখ।

ধুনট: পৌরসভা কার্যালয় চত্বরে টিসিবির পণ্য বিক্রি উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাংসদ হাবিবর রহমান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ ট্রাকসেল টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

শাজাহানপুর: উপজেলার নয়টি কেন্দ্রে পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের একজন করে সরকারী কর্মকর্তা (ট্যাগ অফিসার) দায়িত্ব পালন করছেন। এ সময় কোথাও কোনো অনিয়ম এবং বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি।

এদিকে মাঝিড়া উচ্চবিদ্যালয় মাঠে টিসিবি পণ্য কিনতে আসা একাধিক নারী জানান তাঁরা সুশৃঙ্খলভাবে স্বল্পমূল্যে পণ্য কিনতে পেরে সন্তুষ্ট।

সিরাজগঞ্জ: পৌরসভার উদ্যোগে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ফারুক আহাম্মদ। এই সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মনির হোসেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ। জেলায় ১ লাখ ৬৫ হাজার ১৩১ জন পাবেন এই পণ্য।

আজকের পত্রিকা ডেস্ক উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদে এই বিক্রয় কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ আলম মোল্লা, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমুখ।

শাহজাদপুর: উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।

জয়পুরহাট: জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম গতকাল পৌরসভার বুলুপাড়া এলাকায় এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় জয়পুরহাট সদর উপজেলাসহ পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল এবং আক্কেলপুর উপজেলার ৫৯ হাজার ৪৬৮টি নিম্ন আয়ের পরিবারের মানুষ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এ সুবিধা পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

কালাই: কালাইয়ের পাঁচশিরা বাজারে কালাই পৌরসভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার। এতে সভাপতিত্ব করেন কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা। আরও উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত