Ajker Patrika

জেলে সখ্য, মুক্তি পেয়ে একসঙ্গে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১১: ৪৮
জেলে সখ্য, মুক্তি পেয়ে একসঙ্গে ডাকাতি

গাজীপুর মহানগরীর পুবাইলে ডাকাতি করা পণ্য নিজের হেফাজতে রাখা এবং বেচাকেনার অপরাধে তিন নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবি দাস (৪৫), ফারুক (৩৫), ইমন উদ্দিন (২৯), চন্দন চন্দ্র দাস (৩৬), হাবিবুর (৪৮), রিনা আক্তার (৫০), শিল্পী আক্তার (৩০), নার্গিস আক্তার (২৫) ও জসিম উদ্দিন (৪৫)।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, গত ৭ মার্চ পুবাইল থানার তালটিয়া বানিয়াবাড়ি এলাকার হারাধন চন্দ্র শীলের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা দেশীয় অস্ত্রের মুখে ভুক্তভোগীর বাড়ির লোকজনকে জিম্মি করে ৫৫ হাজার টাকা, স্বর্ণালংকার লুট করে নেন। এ ঘটনায় হারাধন চন্দ্র শীল পুবাইল থানায় ডাকাতির মামলা করেন।

মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, এ ছাড়া আরও কয়েকটি ডাকাতির ঘটনার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে তিন নারীসহ নয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, রামদা, মোবাইল ফোন, ক্যামেরা, স্বর্ণালংকার, দুটি পিতলের মূর্তি ও টাকা জব্দ করা হয়।

জিএমপি উপকমিশনার বলেন, কারাগারে একে অপরের সঙ্গে পরিচিত হন গ্রেপ্তার ব্যক্তিরা। পরে নতুন কৌশলে সংগঠিত হয়ে গাজীপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি অথবা ডাকাতির মালামাল বেচাকেনা করতেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত