Ajker Patrika

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৬: ১৭
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। দিনাজপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয় সমাবেশ। এসব সমাবেশে কেন্দ্রের ছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাড়ার আগেই দেশে তেলের দাম বাড়ে। সরকার হলো শাঁখের করাত; যেতেও কাটে আসতেও কাটে। দেশের সবচেয়ে বড় বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এক দিনে এক পণ্যের দাম তিনবার বাড়ার রেকর্ড আছে। আমদানিকারক, ব্যবসায়ী আর যাঁরা দাম নিয়ন্ত্রণ করেন, তাঁরা সবাই তাঁদের লোক। মাঝখানে ভুক্তভোগী সাধারণ মানুষ।

তাঁরা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জবাবদিহি থাকে। কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত না হয়ে অবৈধভাবে সরকার গঠন করে দেশ পরিচালনা করছে। যেহেতু তাঁরা জনগণের ভোট নির্বাচিত নয়, তাই তাঁরা জনগণের কাছে জবাবদিহি করে না। তাঁদের কারণেই একের পর এক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে।

দিনাজপুর: জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোজিনা ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদল রংপুর বিভাগীয় প্রধান রুহুল আমিন আকিল, কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল জলিল।

নীলফামারী: জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া। বক্তৃতা দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সওগাতুল ইসলাম সাগীর, জলবায়ু-বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

গাইবান্ধা: শহরে জেলা বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত