Ajker Patrika

৪২ বছরেও আলোর মুখ দেখেনি হাউজিং প্রকল্প

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) 
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ০৪
৪২ বছরেও আলোর মুখ দেখেনি হাউজিং প্রকল্প

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের হাউজিং এস্টেট প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ১২ একর জমি ৪২ বছর ধরে পতিত। অধিগ্রহণের সাড়ে তিন যুগেও আলোর মুখ না দেখায় বেদখল হয়ে যাচ্ছে প্রকল্পের জমি।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৯৭৯-৮০ সালে হাউজিং এস্টেট প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এতে কানাহার ও গৌরীপাড়া মৌজার মোট ১১.৭৯ একর জমি দীর্ঘ ৪২ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। ফলে জায়গাটি ভুতুড়ে পরিণত হয়েছে।

উপজেলা কৃষি অফিসের কৃষিবিদ রুম্মান আক্তারের পরিসংখ্যান অনুযায়ী, ওই জমিতে এতদিনে এক হাজার ৭৬১ মে টন ধান উৎপাদন হতো। টাকার অঙ্কে যার মূল্য হতো চার কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকা। তিন ফসল করা গেলে আরও বেশি হতো। যা থেকে সরকার কিংবা জনগণ উভয়েই বঞ্চিত।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা নথিপত্রের কাজ শুরু করেছেন। দ্রুতই কাজের অগ্রগতি দেখতে পাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত