Ajker Patrika

খানসামায় ৩৩৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ০৮
খানসামায় ৩৩৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৬ প্রার্থী ও জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থী ছাড়াও ২৮ স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে উপজেলায় প্রথমবারের মতো দুজন নারী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে ২২৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর সময়ের মধ্যে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আলোকঝাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন।

ভেড়ভেড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নয়জন। এ ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আঙ্গারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চারজন। সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন।

খামারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভাবকি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোয়ালডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল ইসলাম বলেন, প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত