রংপুর প্রতিনিধি
রংপুরের শ্রম পরিদর্শক (সাধারণ) তপন রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিনা মূল্যের ফরমের বিপরীতে ১০০ টাকা ঘুষ নেওয়া এবং লাইসেন্সের জন্য আলাদা ৩৫ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহাম্মেদ সাময়িক বরখাস্তের এই আদেশ দিয়েছেন। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আশিকুর জানান, দুদকের গণশুনানিতে কমিশনারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তর তপন রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে।
রংপুর টাউন হলে ২৮ মার্চ দুদক আয়োজিত গণশুনানিতে মিঠাপুকুর উপজেলার মোস্তাফিজার রহমান নামের একজন তপনের বিরুদ্ধে ঘুষ দাবি করাসহ বিনা মূল্যের ফরমের বিপরীতে টাকা নেওয়ার অভিযোগ করেন।
অভিযোগকারী ব্যক্তির বরাত দিয়ে আশিকুর বলেন, মোস্তাফিজার তাঁর নিজের প্রতিষ্ঠান মানহা ট্রেডিং কারখানার ‘লে আউট প্ল্যান’ অনুমোদন সংক্রান্ত সেবা নিতে ২৭ মার্চ তপনের সঙ্গে দেখা করতে যান। সেখানে লাইসেন্সের আবেদনের ফরম চাইলে ১০০ টাকার বিনিময়ে তাঁকে বিনা মূল্যের ফরম দেন। একই প্ল্যান অনুমোদনের জন্য তাঁর কাছে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি করেন তপন।
দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হকের উপস্থিতিতে গণশুনানিতে তপন ১০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু লাইসেন্স করে দেওয়ার নামে ৩৫ হাজার টাকা ঘুষ দাবির বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ ঘটনায় দুদক কমিশনার ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়াসহ সেবা গ্রহীতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য তপনকে নির্দেশ দেন। একই সঙ্গে ৩৫ হাজার টাকা ঘুষ দাবির ঘটনায় বদলি না করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দুদক কমিশনার শ্রম অধিদপ্তরকে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে দুদকে মামলা করা হবে বলে ঘোষণা দেন।
এমন অবস্থায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির শ্রম পরিদর্শক তপনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন। এ ছাড়া আদেশে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর কথাও বলা হয়েছে।
রংপুরের শ্রম পরিদর্শক (সাধারণ) তপন রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিনা মূল্যের ফরমের বিপরীতে ১০০ টাকা ঘুষ নেওয়া এবং লাইসেন্সের জন্য আলাদা ৩৫ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহাম্মেদ সাময়িক বরখাস্তের এই আদেশ দিয়েছেন। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আশিকুর জানান, দুদকের গণশুনানিতে কমিশনারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তর তপন রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে।
রংপুর টাউন হলে ২৮ মার্চ দুদক আয়োজিত গণশুনানিতে মিঠাপুকুর উপজেলার মোস্তাফিজার রহমান নামের একজন তপনের বিরুদ্ধে ঘুষ দাবি করাসহ বিনা মূল্যের ফরমের বিপরীতে টাকা নেওয়ার অভিযোগ করেন।
অভিযোগকারী ব্যক্তির বরাত দিয়ে আশিকুর বলেন, মোস্তাফিজার তাঁর নিজের প্রতিষ্ঠান মানহা ট্রেডিং কারখানার ‘লে আউট প্ল্যান’ অনুমোদন সংক্রান্ত সেবা নিতে ২৭ মার্চ তপনের সঙ্গে দেখা করতে যান। সেখানে লাইসেন্সের আবেদনের ফরম চাইলে ১০০ টাকার বিনিময়ে তাঁকে বিনা মূল্যের ফরম দেন। একই প্ল্যান অনুমোদনের জন্য তাঁর কাছে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি করেন তপন।
দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হকের উপস্থিতিতে গণশুনানিতে তপন ১০০ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। কিন্তু লাইসেন্স করে দেওয়ার নামে ৩৫ হাজার টাকা ঘুষ দাবির বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ ঘটনায় দুদক কমিশনার ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়াসহ সেবা গ্রহীতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য তপনকে নির্দেশ দেন। একই সঙ্গে ৩৫ হাজার টাকা ঘুষ দাবির ঘটনায় বদলি না করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দুদক কমিশনার শ্রম অধিদপ্তরকে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে দুদকে মামলা করা হবে বলে ঘোষণা দেন।
এমন অবস্থায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক নাসির শ্রম পরিদর্শক তপনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন। এ ছাড়া আদেশে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর কথাও বলা হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫