Ajker Patrika

তিন চালককে কারাদণ্ড ৫ গাড়ি জব্দ

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪২
তিন চালককে কারাদণ্ড ৫ গাড়ি জব্দ

চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে লাইসেন্সসহ গাড়ির হালনাগাদ কাগজপত্র না থাকায় দুই চালকের ৪০ হাজার টাকা জরিমানা ও তিনজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৫টি গাড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে কুমিল্লা-ফেনী মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।

তিনি জানান, নির্ধারিত স্থানে পার্কিং না করে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানোর দায়ে যাত্রীবাহী মদিনা ও যমুনা পরিবহনের দুটি গাড়ির চালককে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালক মো. আনোয়ার হোসেনকে ৩ মাস, জাকির হোসেন ও হানিফকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং হালনাগাদ কাগজপত্র না থাকার কারণে ০৫টি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িগুলো মিয়াবাজার হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এস এম মনজুরুল হক বলেন, এ অভিযানের মাধ্যমে গাড়িগুলোকে একটি বার্তা দিতে চাই যে, ভবিষ্যতে কাগজপত্রসংক্রান্ত জটিলতা নিরসন করা না হলে সড়ক আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত