Ajker Patrika

যানজটের দুঃখ কেটে যাচ্ছে গাজীপুরবাসীর

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯: ৪৮
যানজটের দুঃখ কেটে যাচ্ছে গাজীপুরবাসীর

গাজীপুরবাসীর দুঃখ হিসেবে খ্যাত জয়দেবপুর রেলক্রসিং। মহানগরীর প্রাণকেন্দ্র জয়দেবপুর রেলক্রসিংয়ে একটি উড়ালসড়কের অভাবে জেলাবাসীকে যানজটে আটকে চরম দুর্ভোগে পড়তে হয়। তাই এখানে উড়ালসড়ক নির্মাণে দীর্ঘদিনের দাবি ছিল জেলাবাসীর। দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাস হওয়া একটি প্রকল্পের আওতায় নির্মিত হবে এ উড়ালসড়ক।

গতকাল প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, গতকাল ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল একনেক সভায় পাস হওয়া আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স (ইউডিসিজি) প্রকল্পের আওতায় নির্মিত হবে জয়দেবপুর উড়ালসড়ক। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন। এর আগে গত ৯ ডিসেম্বর জয়দেবপুর রেলক্রসিংয়ের জনদুর্ভোগ নিয়ে ‘যন্ত্রণার নাম জয়দেবপুর ক্রসিং’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

জানা যায়, গাজীপুর জেলার সব প্রশাসনিক কার্যক্রম রাজবাড়ীকেন্দ্রিক। এখানে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পর্যায়ের অধিকাংশ সরকারি দপ্তর, আদালত, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় (নগর ভবন) রয়েছে। এসবের আশেপাশেই রয়েছে জেলা পরিষদ কার্যালয়, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়, জেলার একমাত্র স্টেডিয়াম, নামীদামি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলার সবচেয়ে অভিজাত আবাসিক এলাকা।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গাজীপুর শহরে প্রবেশের প্রধান এবং একমাত্র সড়ক হচ্ছে শিববাড়ী-জয়দেবপুর-রাজবাড়ী সড়ক। সড়কটির প্রবেশপথেই মহানগরীর প্রাণকেন্দ্রে রয়েছে জয়দেবপুর রেলক্রসিং। এ রেলক্রসিংয়ের দক্ষিণ পাশেই রয়েছে জয়দেবপুর রেল জংশন। প্রতিবার যদি গড়ে ৬ মিনিট সময় যান চলাচল বন্ধ থাকে, তাহলে প্রতিদিন কমপক্ষে ৯ ঘণ্টা নিয়মিত যানজটের কবলে পড়তে হয়।

যানজটে নাকাল গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর উড়ালসড়ক নির্মাণের। এটি নির্মিত হলে তাঁদের যন্ত্রণা কমবে বলে মনে করেন তাঁরা।

উড়ালসড়ক নির্মাণের প্রকল্প পাস হওয়ার ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন বলেন, ‘জয়দেবপুর রেল জংশনে উড়ালসড়ক নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ দিয়েছেন। এ জন্য আমি ও আমাদের সিটি করপোরেশনের সব নাগরিক অত্যন্ত খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করি, প্রধানমন্ত্রী নিজে খুব শিগগির এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সদয় সম্মতি দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত