Ajker Patrika

শৈত্যপ্রবাহের কাঁপুনি আরও এক সপ্তাহ

যশোর প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ০৩
শৈত্যপ্রবাহের কাঁপুনি আরও এক সপ্তাহ

চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের পরিস্থিতির খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। অন্তত আরও এক সপ্তাহ যশোরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

তবে হিমেল বাতাসের কারণে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে। আগামী সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।

যশোরের আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার যা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই–তিন দিন ৯ ডিগ্রি সেলসিয়াসের ভেতর তাপমাত্রা ওঠানামা করতে পারে। ২৪ ও ২৫ ডিসেম্বর তাপমাত্রা ১১ ডিগ্রিতে উঠলেও এখনো প্রায় এক সপ্তাহ যশোরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সূত্রটি আরও জানিয়েছে, বর্তমানে জেলার ওপর দিয়ে ১০-১২ কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে চলেছে। যা মাঝে মাঝে বাড়ছেও। যে কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

এ দিকে প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্বাভাবিক ১৬ ডিগ্রি থেকে এক লাফে ৭-৮ ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাওয়ায় বেগ পেতে হচ্ছে জীবিকার তাগিদে বের হওয়া সাধারণ মানুষকে। বাড়ছে রোগব্যাধিও।

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, গত দুই দিনে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শুধু বহির্বিভাগে প্রায় ৪০০ মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগে শিশু, নারী ও পুরুষ মিলিয়ে শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে শিশু ও বৃদ্ধরাই এসব রোগে আক্রান্ত হচ্ছেন বেশি।

ডা. আরিফ আহমেদ আরও জানান, বিশেষ প্রয়োজন ছাড়া এ সময়ে ঘরের বাইরে বের হওয়া উচিত নয়। তা ছাড়া ঠান্ডা থেকে রক্ষায় শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। একইভাবে অ্যাজমা, শ্বাসকষ্টজনিত রোগে ভোগা ব্যক্তিদের ক্ষেত্রেও অতিরিক্ত যত্ন নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত