Ajker Patrika

পাবনা মুক্ত দিবস উদ্‌যাপিত

পাবনা প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১: ৫১
পাবনা মুক্ত দিবস উদ্‌যাপিত

মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘পাবনা মুক্ত দিবস’।

দিবসটি উপলক্ষে গত শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্সের উদ্যোগে শহরের আব্দুল হামিদ সড়কে আতশবাজি ও ফানুস উড়িয়ে দিবসটি উদ্‌যাপন করেন আওয়ামী লীগের নেতারা। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান রকি, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা খানম শেফালী, সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আফরিন কথা, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনির উজ জামান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত