Ajker Patrika

আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬: ২৮
আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে

বগুড়ার সদর উপজেলায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী মোহন (১৮) হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আবু তোহা খন্দকার (২২)। গত বুধবার রাতে মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম। এর আগে মঙ্গলবার সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়েছিল।

কাহালু উপজেলার বাসিন্দা তোহা খান্দার এলাকার স্থানীয় একটি গ্যারেজের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

মোহন হত্যাকাণ্ডের ঘটনায় গত বুধবার রাতে সদর থানায় মামলা করেন নিহতের মা শাহিনুর বেগম। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও আট থেকে দশজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মোহন খান্দার এলাকা থেকে তার দুই বন্ধু লিখন ও বাপ্পিকে নিয়ে মোটরসাইকেলে ফুলতলায় বাড়িতে ফিরছিলেন। পথে খান্দার সিঅ্যান্ডবি গোডাউনের সামনে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন আসামিরা। ওই সময় তাঁরা লাঠিসোঁটা দিয়ে মোহন, বাপ্পি ও লিখনকে বেধড়ক পেটান। একপর্যায়ে মোহনের কোমরের নিচে ও ঊরুতে ছুরিকাঘাত করা হয়। পরে আহত তিনজনকে অটোরিকশায় করে শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেন আসামিরা।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত মোহনের মা বাদী হয়ে বুধবার রাতে হত্যা মামলা করেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত