Ajker Patrika

নৌকা প্রতীক ও সমর্থকের বাড়ি ভাঙচুরের অভিযোগ

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬: ০০
নৌকা প্রতীক ও সমর্থকের  বাড়ি ভাঙচুরের অভিযোগ

যশোরের অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীক ভেঙে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ছাড়া নৌকার পাঁচ সমর্থকের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ভোটের ফল ঘোষণার পরপরই নাউলী খোপেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গত সোমবার এ বিষয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সিদ্ধিপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান মল্লিক।

এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শুভরাড়ার বাশুয়াড়ী স্কুল মাঠে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।সমাবেশের সভাপতিত্ব করেন শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মহির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল,সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলি আহমেদ খান ।

গত রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সিদ্ধিপাশা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান এ কামাল হাচান পরাজিত হন। এখানে জয় পান স্বতন্ত্র প্রার্থী শেখ আবুল কাশেম। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৬ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাত আনুমানিক ১১টার সময় মোটরসাইকেল প্রতীকের বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান শেখ আবুল কাশেমের নির্দেশনায় নাউলী গ্রামের সৈয়দ রাকিবুল ইসলাম, রেজয়ান, রুবেল শেখ, মুন্না, রেজাউল শেখ, সৈয়দ আলাম, জান্নান, শরিফুল ইসলাম বাবু, মুজিবরসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন নাউলী খোপেরপাড় এলাকায় বাঁশ ও কাপড় দিয়ে তৈরী নৌকা প্রতীক ও সমর্থকের বাড়িতে ভাঙচুর চালানো হয়।

এরপর মিছিলটি নাউলী গ্রামে নৌকার সমর্থক সৈয়দ মোস্তফা, প্রফেসর লিটু, সাইদ মীর, নাজির শেখ ও গোলাম কাজীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে পালিয়ে যান।

সিদ্ধিপাশা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, ‘পরাজয় মেনে নিতে না পেরে নিজেরা নিজেদের নৌকা প্রতীক ও বসতঘর ভাঙচুর করেছেন। আমার কর্মী-সমর্থকেরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত