Ajker Patrika

নগরীতে মাংসের দাম পুনর্নির্ধারণ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৪: ৪৩
নগরীতে মাংসের দাম পুনর্নির্ধারণ

মহানগরী এলাকায় গরু, ছাগল ও খাসির মাংসের দাম পুনর্নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশন (সিসিক)। ব্যবসায়ীদের দাবির মুখে গরু ও ছাগলের মাংসের দাম প্রতি কেজিতে ৫০ টাকা করে বাড়ানো হয়েছে।

সিসিকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে মহানগরী এলাকায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা ও ছাগলের মাংসের কেজি ৮০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়। তবে খাসির মাংসের আগের দামই রাখা হয়েছে।

এর আগে রমজান মাস উপলক্ষে গত ২৯ মার্চ এক বৈঠকে নগরীতে গরু, ছাগল ও খাসির মাংসের দাম নির্ধারণ করে দেয় সিসিক। তখন গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, ছাগলের মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ৮৫০ টাকায় বিক্রি করতে বলা হয় ব্যবসায়ীদের।

তবে সিসিক নির্ধারিত এ মূল্যে আপত্তি জানান ব্যবসায়ীরা। মাংসের দাম বাড়ানোর দাবিতে সাত এপ্রিল থেকে সিলেটের সব মাংসের দোকানে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে বিপাকে পড়েন সাধারণ ক্রেতা ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এ অবস্থায় ১০ এপ্রিল রাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক হয় মাংস ব্যবসায়ীদের। বৈঠকে দাম বাড়ানোর আশ্বাসের প্রেক্ষিতে পর দিন ১১ এপ্রিল থেকে নগরীতে মাংস বিক্রি শুরু করেন তাঁরা।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, সাধারণ মানুষের কথা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় গত মঙ্গলবার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সামান্য দাম বাড়িয়েছে সিসিক। তবে ক্রেতাদের কাছ থেকে নতুন নির্ধারিত দামের বেশি নিলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত