Ajker Patrika

প্রতিবন্ধী নারীকে হত্যার ঘটনায় মামলা

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ২২
প্রতিবন্ধী নারীকে  হত্যার ঘটনায়  মামলা

যশোরের মনিরামপুরে রেহেনা খাতুন (৩৬) নামে এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে ওই নারীর চাচা আফসার আলী খাঁ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। তবে এখনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ দিকে ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার দুপুরে স্বজনদের কাছে রেহেনার লাশ হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতেই পুলিশ বুলবুল হোসেন নামে এক মাইক্রোবাস চালককে আটক করে থানায় এনেছে। জিজ্ঞাসাবাদ শেষে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ বলছে, ওই নারীকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের গলায় কালো দাগ পাওয়া গেছে। লাশ উদ্ধারের সময় পাশে একটি রশি পাওয়া গেছে। নিহতের মুখে কম্বল পুরে রাখা ছিল। হত্যার রহস্য উন্মোচন শেষ পর্যায়ে রয়েছে।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, ‘অজ্ঞাত নামা আসামি করে নিহতের চাচা মামলা করেছেন। প্রাথমিক তদন্তে লাশের গলায় দাগ পাওয়া গেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার রহস্য অনেকটা পরিষ্কার। আশা করছি দ্রুত আসামি গ্রেপ্তার হবে।’

এ দিকে পুলিশসহ স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী হওয়ায় মনিরামপুর ও গোপালপুর বাজারে ঘুরে বেড়ানো রেহেনাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত