Ajker Patrika

বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ মুক্তিযোদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৩: ১৬
বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ মুক্তিযোদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান মজনু। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। তাঁর অভিযোগ, দর্শনা পৌরসভার যুবলীগ নেতা রফিকুল ইসলাম ববির নেতৃত্বে ভাঙচুর ও লুটপাট করা হয়।

লিখিত বক্তব্যে সিপিবি সভাপতি বলেন, দর্শনা পৌর এলাকার রেলবাজার ফুলতলায় বাড়িতে ১০০ বছর ধরে আমার পরিবার বাস করেছে। তার পাশের জমির মালিক আব্দুল সামাদ ২৫ শতক জমি দাবি করে আদালতে মামলা করেছেন। আদালতে মামলা চলমান। গত বৃহস্পতিবার দুপুরে জোরপূর্বক দর্শনা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ববি বাড়িতে ১১ থেকে ১২ জন লোক নিয়ে হামলা চালান। এ সময় তাঁরা ভাঙচুর ও বাড়ির মালামাল লুটপাট করেন। ঘটনার পর পুলিশ এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। আসামিরা আমাকে ও পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমাদের জানমালের নিরাপত্তা নেই। আমি মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দর্শনা থানায় যুবলীগ নেতা ববিসহ ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬ থেকে ৭ জনকে আসামি করে মামলা করেছেন বলে জানান সিপিবি নেতা সৈয়দ মজনুর।

অভিযুক্ত যুবলীগ নেতা ববি বলেন, ‘আমার চাচা আব্দুস সামাদ নিজের ক্রয়কৃত জমিতে নতুন করে বাড়ি নির্মাণ করবেন, সে জন্য জমিতে থাকা পরিত্যক্ত একটি ঘরের একপাশ ভেঙে সীমানা প্রাচীর দেওয়ার জন্য পরিষ্কার করা হয়েছে। সৈয়দ মজনুরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত