Ajker Patrika

২ মাসের জন্য ইউপি সদস্য হ‌লেন মিজান

সখীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫: ২৯
২ মাসের জন্য ইউপি সদস্য হ‌লেন মিজান

সখীপুরে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মাত্র দুই মাসের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নির্বাচিত হলেন মিজানুর রহমান। গতকাল রোববার গজারিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তালা প্রতীক নিয়ে মিজানুর রহমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হলেন।

দায়িত্ব মাত্র দুই মাসের হলেও ভোটে লড়াইয়ের কোনো কমতি ছিল না। কারণ রফিকুল ইসলাম ও আলাল নামের আরও দুই প্রার্থী ছিলেন প্রতিদ্বন্দ্বিতায়। রফিকুলের ছিল মোরগ প্রতীক এবং আলালের ছিল ফুটবল। তাই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বেশ জমে উঠেছিল নির্বাচনী লড়াই।

গজারিয়া শান্তি কুঞ্জ একাডেমি বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ১ হাজার ৪২৮ ভোটের মধ্যে ১ হাজার ৩৪ ভোট কাস্ট হয়। বিজয়ী মিজানুর রহমান তালা প্রতীকে পান ৫৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাল ফুটবল প্রতীকে পান ৩৩৩ ভোট এবং মোরগ প্রতীকে শফিকুল ইসলাম ৯২ ভোট পান।

একটি ওয়ার্ডের উপনির্বাচন হলেও প্রশাসনের আয়োজনের কোনো কমতি ছিল না। উপনির্বাচনে একজন প্রিসাইডিং কর্মকর্তা, চারজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, আটজন পোলিং এজেন্ট, থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য, এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের পুলিশের টহলদল দায়িত্ব পালন করে।

দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী নির্বাচনী কেন্দ্র পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের জানান, মাত্র একটি ওয়ার্ডের নির্বাচন হলেও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন মিল্টন আজকের পত্রিকাকে বলেন, সবার সহযোগিতায় উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত