পারিবারিক গল্পের ‘গুলমোহর’সহ যা থাকছে ওটিটিতে
পরিবারের চেনাজানা এক গল্প নিয়ে তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। পরিবারের সম্পর্কের বাঁধন আলগা করে দেয় ক্ষমতার লোভ। ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মানবিক সম্পর্কগুলোকে দুমড়েমুচড়ে দেয়; তারই চিত্র তুলে ধরা হয়েছে সিরিজটিতে।