আজকের পত্রিকা ডেস্ক
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি শি-ইয়ং আবারও মাতৃত্বের পথে পা বাড়ালেন। তবে এবার একেবারে নিজের শর্তে, এককভাবে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। ‘সুইট হোম’খ্যাত এই কেড্রামা তারকা ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তাঁর এই নতুন যাত্রার কথা জানিয়েছেন। তাঁর কথাগুলো ইতিমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উষ্ণতা, শুভেচ্ছা ও ভালোবাসার ঢেউ তুলেছে।
লি জানিয়েছেন, বহু বছর আগে তাঁর ধনী উদ্যোক্তা স্বামী চো সুং-হিউনের সঙ্গে থাকার সময় তিনি দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং সেই সময়ই একটি নিষিক্ত ভ্রূণ সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু নানা জটিলতার কারণে সেই ভ্রূণ তখন গর্ভে প্রতিস্থাপন করা হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব বাড়ে এবং অবশেষে বিচ্ছেদের পথেই তাঁরা এগিয়ে যান।
এই বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালেই ভ্রূণ সংরক্ষণের পাঁচ বছরের সময়সীমা শেষ হতে চলেছিল। সেই সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে লি শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্তে একাই এগিয়ে যান। ভ্রূণটি নিজের গর্ভে প্রতিস্থাপন করান। এই সিদ্ধান্তে তাঁর সাবেক হতে যাওয়া স্বামীর অনুমতি ছিল না। পরে লি এককভাবেই এই সন্তানের সব দায়িত্ব গ্রহণ করেন।
লি লিখেছেন, ‘আমি সব সময়ই আমার প্রথম সন্তান জং হিউকের দিকে তাকিয়ে থেকেছি। তার জন্মের সময়টা আমার জীবনের এক দুশ্চিন্তাময় অধ্যায় ছিল, আনন্দ নয়। আমি কখনো চাইনি সেই অনুশোচনার অভিজ্ঞতা আবার হোক। এই নতুন ভ্রূণটি আমার কাছে থাকার পরও যদি নষ্ট হয়ে যেত, আমি হয়তো নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমার বিবাহিত জীবন সহজ ছিল না, কিন্তু আমি টিকে ছিলাম; কারণ, আমার ছিল এক স্বর্গীয় সন্তান, যে আমাকে সুখ, আশার আলো আর ভালোবাসা দিয়েছিল।’
নতুন মাতৃত্বের যাত্রায় লি বলছেন, এবার তিনি বেছে নিয়েছেন ভালোবাসা, আনন্দ ও মানসিক শান্তিকে।
লি আরও জানান, ‘মা’ পরিচয় তাঁর কাছে শুধু একটি সম্পর্ক নয়; এটাই তাঁর জীবনের আসল অর্থ। তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য—প্রচণ্ড আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং অদম্য ভালোবাসা নিয়ে।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি শি-ইয়ং আবারও মাতৃত্বের পথে পা বাড়ালেন। তবে এবার একেবারে নিজের শর্তে, এককভাবে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। ‘সুইট হোম’খ্যাত এই কেড্রামা তারকা ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তাঁর এই নতুন যাত্রার কথা জানিয়েছেন। তাঁর কথাগুলো ইতিমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উষ্ণতা, শুভেচ্ছা ও ভালোবাসার ঢেউ তুলেছে।
লি জানিয়েছেন, বহু বছর আগে তাঁর ধনী উদ্যোক্তা স্বামী চো সুং-হিউনের সঙ্গে থাকার সময় তিনি দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং সেই সময়ই একটি নিষিক্ত ভ্রূণ সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু নানা জটিলতার কারণে সেই ভ্রূণ তখন গর্ভে প্রতিস্থাপন করা হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব বাড়ে এবং অবশেষে বিচ্ছেদের পথেই তাঁরা এগিয়ে যান।
এই বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালেই ভ্রূণ সংরক্ষণের পাঁচ বছরের সময়সীমা শেষ হতে চলেছিল। সেই সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে লি শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্তে একাই এগিয়ে যান। ভ্রূণটি নিজের গর্ভে প্রতিস্থাপন করান। এই সিদ্ধান্তে তাঁর সাবেক হতে যাওয়া স্বামীর অনুমতি ছিল না। পরে লি এককভাবেই এই সন্তানের সব দায়িত্ব গ্রহণ করেন।
লি লিখেছেন, ‘আমি সব সময়ই আমার প্রথম সন্তান জং হিউকের দিকে তাকিয়ে থেকেছি। তার জন্মের সময়টা আমার জীবনের এক দুশ্চিন্তাময় অধ্যায় ছিল, আনন্দ নয়। আমি কখনো চাইনি সেই অনুশোচনার অভিজ্ঞতা আবার হোক। এই নতুন ভ্রূণটি আমার কাছে থাকার পরও যদি নষ্ট হয়ে যেত, আমি হয়তো নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমার বিবাহিত জীবন সহজ ছিল না, কিন্তু আমি টিকে ছিলাম; কারণ, আমার ছিল এক স্বর্গীয় সন্তান, যে আমাকে সুখ, আশার আলো আর ভালোবাসা দিয়েছিল।’
নতুন মাতৃত্বের যাত্রায় লি বলছেন, এবার তিনি বেছে নিয়েছেন ভালোবাসা, আনন্দ ও মানসিক শান্তিকে।
লি আরও জানান, ‘মা’ পরিচয় তাঁর কাছে শুধু একটি সম্পর্ক নয়; এটাই তাঁর জীবনের আসল অর্থ। তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য—প্রচণ্ড আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং অদম্য ভালোবাসা নিয়ে।
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ মিনিট আগেসাম্প্রতিক সময়ে ঢাকার কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত এক বছরে ঢাকায় পারফর্ম করে গেছেন আতিফ আসলাম, আবদুল হান্নান, রাহাত ফতেহ আলী খান, জাল ব্যান্ড ও কাভিশ। এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি দুই হিপহপ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস।
১ দিন আগেবাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’। চীনা দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে এই উৎসব।
১ দিন আগেনিজের গানের দল ‘হুলিগানইজম’ নিয়ে অনির্বাণ এখন আলোচনায়। কয়েক মাস আগে এ ব্যান্ডের ‘মেলার গান’ জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি একটি কনসার্ট থেকে ভাইরাল হয় অনির্বাণের আরেকটি গান। ‘তুমি মস্তি করবে জানি’ শিরোনামের এ গানে পশ্চিমবঙ্গের রাজনীতির তিন ঘোষকে নিয়ে স্যাটায়ার করতে দেখা যায় অনির্বাণকে।
১ দিন আগে