বিনোদন প্রতিবেদক, ঢাকা
ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে সিনেমা বানিয়েছেন তানিম রহমান অংশু। সিনেমার নাম ‘নসিব’। ১০ জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটি।
নাফিজাকে নিয়ে পুলিশ কর্মকর্তা সাইফের সুখের সংসার। সেই সংসারে হঠাৎ করেই অনুপ্রবেশ ঘটে তৃতীয় ব্যক্তির। ব্ল্যাক ম্যাজিকের ছোঁয়ায় প্রতিহিংসার আগুনে পুড়তে শুরু করে তাদের সংসার। কী করবে ভেবে পায় না সাইফ। জীবনে যা বিশ্বাস করেনি, তাই আঁকড়ে ধরার চেষ্টা করে উদ্ধারের আশায়। কিন্তু শেষ রক্ষা কি হয়? গল্পে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপোড়েন।
মূলত তিনটি চরিত্র নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ইউটিউব ফিল্মে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তি উর্বি। নসিবের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। চিত্রগ্রহণে জাকারিয়া হাসান মুন্না। ৭ জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে নসিবের ট্রেলার।
নসিব নিয়ে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘নসিবের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এর গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’
অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘নসিবের গল্পটা অসাধারণ। আমার চরিত্রটাও ইউনিক। খুব ভালো লেগেছে চরিত্রটিতে অভিনয় করে। বেশ নতুনত্ব আছে।’
ইয়াশ রোহান বলেন, ‘এটা ভিন্ন ঘরানার একটি কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন দর্শকেরা। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে।’
প্রিয়ন্তি উর্বী বলেন, ‘আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পরিপূর্ণ। চোখের সামনে প্রতিহিংসার আগুনে পুড়ে যাচ্ছে সাজানো সুখের সংসার। জীবন বাজি রেখে সেই সংসার বাঁচাতে চায় মেয়েটি। কিন্তু অসহায়ত্বের কাছে পরাজিত হয় বারবার। শেষ পর্যন্ত মুখোমুখি হয় এক কঠিন বাস্তবতার। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব তৃপ্ত। এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’
ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে সিনেমা বানিয়েছেন তানিম রহমান অংশু। সিনেমার নাম ‘নসিব’। ১০ জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটি।
নাফিজাকে নিয়ে পুলিশ কর্মকর্তা সাইফের সুখের সংসার। সেই সংসারে হঠাৎ করেই অনুপ্রবেশ ঘটে তৃতীয় ব্যক্তির। ব্ল্যাক ম্যাজিকের ছোঁয়ায় প্রতিহিংসার আগুনে পুড়তে শুরু করে তাদের সংসার। কী করবে ভেবে পায় না সাইফ। জীবনে যা বিশ্বাস করেনি, তাই আঁকড়ে ধরার চেষ্টা করে উদ্ধারের আশায়। কিন্তু শেষ রক্ষা কি হয়? গল্পে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির টানাপোড়েন।
মূলত তিনটি চরিত্র নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ইউটিউব ফিল্মে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তি উর্বি। নসিবের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। চিত্রগ্রহণে জাকারিয়া হাসান মুন্না। ৭ জুলাই গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে নসিবের ট্রেলার।
নসিব নিয়ে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘নসিবের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এর গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’
অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘নসিবের গল্পটা অসাধারণ। আমার চরিত্রটাও ইউনিক। খুব ভালো লেগেছে চরিত্রটিতে অভিনয় করে। বেশ নতুনত্ব আছে।’
ইয়াশ রোহান বলেন, ‘এটা ভিন্ন ঘরানার একটি কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন দর্শকেরা। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে।’
প্রিয়ন্তি উর্বী বলেন, ‘আমার চরিত্রটি গভীরতা ও আবেগে পরিপূর্ণ। চোখের সামনে প্রতিহিংসার আগুনে পুড়ে যাচ্ছে সাজানো সুখের সংসার। জীবন বাজি রেখে সেই সংসার বাঁচাতে চায় মেয়েটি। কিন্তু অসহায়ত্বের কাছে পরাজিত হয় বারবার। শেষ পর্যন্ত মুখোমুখি হয় এক কঠিন বাস্তবতার। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব তৃপ্ত। এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’
দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
২ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১১ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১১ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
১১ ঘণ্টা আগে