বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবার দ্বৈত গান নিয়ে আসছেন ইমরান মাহমুদুল ও হুমায়রা ঈশিকা। গানের শিরোনাম ‘পারবো না তোমাকে ছাড়তে’। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে/ বাঁচতে চাই তোমার হাত রেখে হাতে/ বরবাদ হয়ে তোমার প্রেমেতে—এমন কথার গানটি সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। সৈকত রেজার নির্দেশনায় গানের ভিডিওতে ইমরানের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী কেয়া পায়েলকে। চার বছর পর কোনো মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে ইমরান ও পায়েলকে। ইতিমধ্যে শুরু হয়েছে এই মিউজিক ভিডিওর শুটিং। শিগগির ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
পারবো না তোমাকে ছাড়তে গানের আগে ইমরানের সাতটি গানে মডেল হয়েছেন কেয়া পায়েল। ‘এতো ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘মন ছুটে যায়’সহ সবগুলো গান জনপ্রিয় হয়। ইমরান মাহমুদুল বলেন, ‘কেয়া পায়েলের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সবগুলো কাজ মানুষ পছন্দ করেছে। ২০২১ সালে আমরা সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলাম। এই সময়ে অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজ দেখার। তাই আবারও কেয়া পায়েলের সঙ্গে কাজ করা। আর ঈশিকা খুব ভালো গায়, অনেক প্রমিজিং। এই গানটি ঈশিকা অনেক ভালো গেয়েছে।’
কেয়া পায়েল বলেন, ‘ইমরানের গান আমার ভীষণ ভালো লাগে। শুধু তাঁর গানে আমি মডেল হব—বিষয়টি এমন নয়। আমি এটাও চাই যে আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। পারবো না তোমাকে ছাড়তে একটি গল্পনির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।’
ঈশিকা বলেন, ‘গানটা শুরুতে ইমরান ভাইয়ার একক গান ছিল। পরবর্তী সময়ে হঠাৎ করেই গানটা দ্বৈত গান করা হয়েছে। ইমরান ভাইয়া বাংলাদেশের একজন মেধাবী গায়ক, খুব ভালো একজন গায়ক। তাঁর সঙ্গে দ্বৈত গান করতে পারা আমার জন্য সত্যিই অনেক বড় একটা পাওয়া।’
প্রথমবার দ্বৈত গান নিয়ে আসছেন ইমরান মাহমুদুল ও হুমায়রা ঈশিকা। গানের শিরোনাম ‘পারবো না তোমাকে ছাড়তে’। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে/ বাঁচতে চাই তোমার হাত রেখে হাতে/ বরবাদ হয়ে তোমার প্রেমেতে—এমন কথার গানটি সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। সৈকত রেজার নির্দেশনায় গানের ভিডিওতে ইমরানের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী কেয়া পায়েলকে। চার বছর পর কোনো মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে ইমরান ও পায়েলকে। ইতিমধ্যে শুরু হয়েছে এই মিউজিক ভিডিওর শুটিং। শিগগির ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
পারবো না তোমাকে ছাড়তে গানের আগে ইমরানের সাতটি গানে মডেল হয়েছেন কেয়া পায়েল। ‘এতো ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘মন ছুটে যায়’সহ সবগুলো গান জনপ্রিয় হয়। ইমরান মাহমুদুল বলেন, ‘কেয়া পায়েলের সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সবগুলো কাজ মানুষ পছন্দ করেছে। ২০২১ সালে আমরা সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলাম। এই সময়ে অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজ দেখার। তাই আবারও কেয়া পায়েলের সঙ্গে কাজ করা। আর ঈশিকা খুব ভালো গায়, অনেক প্রমিজিং। এই গানটি ঈশিকা অনেক ভালো গেয়েছে।’
কেয়া পায়েল বলেন, ‘ইমরানের গান আমার ভীষণ ভালো লাগে। শুধু তাঁর গানে আমি মডেল হব—বিষয়টি এমন নয়। আমি এটাও চাই যে আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। পারবো না তোমাকে ছাড়তে একটি গল্পনির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।’
ঈশিকা বলেন, ‘গানটা শুরুতে ইমরান ভাইয়ার একক গান ছিল। পরবর্তী সময়ে হঠাৎ করেই গানটা দ্বৈত গান করা হয়েছে। ইমরান ভাইয়া বাংলাদেশের একজন মেধাবী গায়ক, খুব ভালো একজন গায়ক। তাঁর সঙ্গে দ্বৈত গান করতে পারা আমার জন্য সত্যিই অনেক বড় একটা পাওয়া।’
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৬ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৭ ঘণ্টা আগে