Ajker Patrika

বাংলায় মুক্তি পাবে ‘কান্তারা’ সিনেমার প্রিকুয়েল

বিনোদন ডেস্ক
‘কান্তারা চ্যাপটার ১’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
‘কান্তারা চ্যাপটার ১’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

সারা ভারতের দর্শক টানতে দক্ষিণ ইন্ডাস্ট্রি বিভিন্ন ভাষায় সিনেমা মুক্তি দিচ্ছে। এ তালিকায় তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, ইংরেজি থাকলেও বাংলা এত দিন ছিল না। এবার সেই আক্ষেপও ঘুচতে যাচ্ছে। কন্নড় সিনেমা কান্তারার প্রিকুয়েল ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’ অন্যান্য ভাষার পাশাপাশি মুক্তি পাবে বাংলায়ও।

২০২২ সালে ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা’ রেকর্ড গড়েছিল কন্নড় ইন্ডাস্ট্রিতে। ১৬ কোটি রুপিতে বানানো সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটির বেশি। এই সাফল্যের পর ঘোষণা আসে প্রিকুয়েলের। কান্তারার আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’।

আগামী ২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’। আজ ঋষভ শেঠির জন্মদিন উপলক্ষে ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে দেওয়া হলো মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দির পাশাপাশি বাংলাতেও প্রকাশ করা হয়েছে সিনেমার পোস্টার।

‘কান্তারা: চ্যাপটার ওয়ান’-এর গল্পে দেখা যাবে দেবতা, বিশ্বাস, জমি ও মানুষের অস্তিত্বের লড়াই। পোস্টারে ঋষভ শেঠি যেন কোনো এক অতিপ্রাকৃত যুদ্ধের দেবতা, যেখানে বিশ্বাস আর রক্ত একাকার। এ সিনেমার শুটিংয়ের যাত্রা মোটেও মসৃণ ছিল না—বন দপ্তরের নোটিশ, নৌকাডুবি এবং এক জুনিয়র আর্টিস্টের মর্মান্তিক মৃত্যু। কোনো কিছুই আটকাতে পারেনি এই সিনেমাকে। ঋষভ শেঠি নিজেই এই সিনেমার চিত্রনাট্য, পরিচালনা ও মুখ্য অভিনেতার ভূমিকায়। প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত