বিনোদন ডেস্ক
বলিউডের প্রথম ডন অমিতাভ বচ্চন। ১৯৭৮ সালে মুক্তি পায় চন্দ্রা বারোট পরিচালিত ‘ডন’। এতে ডন হয়ে সাড়া ফেলেন অমিতাভ। পরবর্তী সময়ে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি কিনে নেন ডন ফ্র্যাঞ্চাইজি। ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে আবার তৈরি হয় ‘ডন’। ফারহান আখতার নির্মিত সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, ২০১১ সালে এটির দ্বিতীয় পর্ব বানান তিনি।
ফারহান নির্মিত ডনের দুই পর্বে শাহরুখ ছিলেন ডন, আর ইন্টারপোল অফিসার রোমার চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ডনকে হত্যার মিশনে নামে রোমা। তবে পরবর্তী সময়ে ডনের প্রেমে পড়ে সে। ডনের দুই পর্বে আলোচিত হয় শাহরুখ-প্রিয়াঙ্কা চোপড়া জুটির রসায়ন। তবে সে-ই শেষ। ২০১১ সালে ডন টুর পর আর কখনো একত্রে কাজ করেননি শাহরুখ-প্রিয়াঙ্কা।
এত দিন পর ডনের সিকুয়েল নির্মাণ করতে চলেছেন ফারহান আখতার। আগেই এ চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শাহরুখ। কারণ হিসেবে জানিয়েছেন, এ চরিত্রে তাঁর আর নতুন কিছু দেওয়ার নেই। শাহরুখ সরে দাঁড়ানোর পর নতুন ডন হিসেবে রণবীর সিংকে চূড়ান্ত করেছেন নির্মাতা। আর রোমা চরিত্রে প্রথমে নেওয়া হয়েছিল কিয়ারা আদভানিকে। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা। গুঞ্জন আছে, তাঁর বদলে রণবীরের বিপরীতে নেওয়া হয়েছে কৃতি শ্যাননকে। ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে ডন থ্রির শুটিং। মুক্তি পাবে ওই বছরের ডিসেম্বরে।
সম্প্রতি বলিউড হাঙ্গামা জানিয়েছে, ডন হিসেবে না থাকলেও ডন থ্রিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। যদিও তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে তা খোলাসা করা হয়নি। ফারহান আখতার ইতিমধ্যেই শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছেন। নির্মাতারা তাঁর চরিত্রটিকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছেন। শাহরুখও নাকি সম্মতি জানিয়েছেন এতে অভিনয়ের ব্যাপারে।
ডন থ্রিতে প্রিয়াঙ্কা চোপড়ারও ফেরার খবর শোনা যাচ্ছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডনের দুই পর্বে রোমা চরিত্রে অভিনয়ের পর তৃতীয় পর্বেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। যদি তা সত্যি হয়, তবে ১৫ বছর পর একসঙ্গে পাওয়া যাবে শাহরুখ-প্রিয়াঙ্কাকে।
বলিউডে দীর্ঘদিন ধরে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন ছিল। ডনে অভিনয়ের সূত্রে কাছাকাছি আসেন তাঁরা। ওই সময় শুটিংয়ের বাইরেও তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যেত। অনেক পরিচালক-প্রযোজককে তাঁদের সিনেমায় প্রিয়াঙ্কাকে নেওয়ার অনুরোধও করেছিলেন শাহরুখ।
তবে শাহরুখের স্ত্রী গৌরী খানের আপত্তিতে তাঁদের সম্পর্কে ছেদ পড়ে। প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ করে দেন শাহরুখ। বলিউডে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েন প্রিয়াঙ্কা। বলিউডে তাঁর কাজ কমতে থাকে। হিন্দি সিনেমার গণ্ডি পেরিয়ে হলিউডে সুযোগ খুঁজতে থাকেন প্রিয়াঙ্কা। সে মিশনে সফল হয়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি হলিউডের একজন পরিচিত মুখ।
বলিউডের প্রথম ডন অমিতাভ বচ্চন। ১৯৭৮ সালে মুক্তি পায় চন্দ্রা বারোট পরিচালিত ‘ডন’। এতে ডন হয়ে সাড়া ফেলেন অমিতাভ। পরবর্তী সময়ে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি কিনে নেন ডন ফ্র্যাঞ্চাইজি। ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে আবার তৈরি হয় ‘ডন’। ফারহান আখতার নির্মিত সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, ২০১১ সালে এটির দ্বিতীয় পর্ব বানান তিনি।
ফারহান নির্মিত ডনের দুই পর্বে শাহরুখ ছিলেন ডন, আর ইন্টারপোল অফিসার রোমার চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ডনকে হত্যার মিশনে নামে রোমা। তবে পরবর্তী সময়ে ডনের প্রেমে পড়ে সে। ডনের দুই পর্বে আলোচিত হয় শাহরুখ-প্রিয়াঙ্কা চোপড়া জুটির রসায়ন। তবে সে-ই শেষ। ২০১১ সালে ডন টুর পর আর কখনো একত্রে কাজ করেননি শাহরুখ-প্রিয়াঙ্কা।
এত দিন পর ডনের সিকুয়েল নির্মাণ করতে চলেছেন ফারহান আখতার। আগেই এ চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শাহরুখ। কারণ হিসেবে জানিয়েছেন, এ চরিত্রে তাঁর আর নতুন কিছু দেওয়ার নেই। শাহরুখ সরে দাঁড়ানোর পর নতুন ডন হিসেবে রণবীর সিংকে চূড়ান্ত করেছেন নির্মাতা। আর রোমা চরিত্রে প্রথমে নেওয়া হয়েছিল কিয়ারা আদভানিকে। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা। গুঞ্জন আছে, তাঁর বদলে রণবীরের বিপরীতে নেওয়া হয়েছে কৃতি শ্যাননকে। ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে ডন থ্রির শুটিং। মুক্তি পাবে ওই বছরের ডিসেম্বরে।
সম্প্রতি বলিউড হাঙ্গামা জানিয়েছে, ডন হিসেবে না থাকলেও ডন থ্রিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। যদিও তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে তা খোলাসা করা হয়নি। ফারহান আখতার ইতিমধ্যেই শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছেন। নির্মাতারা তাঁর চরিত্রটিকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছেন। শাহরুখও নাকি সম্মতি জানিয়েছেন এতে অভিনয়ের ব্যাপারে।
ডন থ্রিতে প্রিয়াঙ্কা চোপড়ারও ফেরার খবর শোনা যাচ্ছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডনের দুই পর্বে রোমা চরিত্রে অভিনয়ের পর তৃতীয় পর্বেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। যদি তা সত্যি হয়, তবে ১৫ বছর পর একসঙ্গে পাওয়া যাবে শাহরুখ-প্রিয়াঙ্কাকে।
বলিউডে দীর্ঘদিন ধরে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন ছিল। ডনে অভিনয়ের সূত্রে কাছাকাছি আসেন তাঁরা। ওই সময় শুটিংয়ের বাইরেও তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যেত। অনেক পরিচালক-প্রযোজককে তাঁদের সিনেমায় প্রিয়াঙ্কাকে নেওয়ার অনুরোধও করেছিলেন শাহরুখ।
তবে শাহরুখের স্ত্রী গৌরী খানের আপত্তিতে তাঁদের সম্পর্কে ছেদ পড়ে। প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ করে দেন শাহরুখ। বলিউডে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েন প্রিয়াঙ্কা। বলিউডে তাঁর কাজ কমতে থাকে। হিন্দি সিনেমার গণ্ডি পেরিয়ে হলিউডে সুযোগ খুঁজতে থাকেন প্রিয়াঙ্কা। সে মিশনে সফল হয়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি হলিউডের একজন পরিচিত মুখ।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৭ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৭ ঘণ্টা আগে