বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাটক দিয়েই পরিচিতি পেয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। প্রশংসিত হয়েছে তাঁর ‘যে জীবন ফড়িং এর’, ‘ছায়াফেরী’, ‘রোদ মেখো সূর্যমুখী’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতো’ নাটকগুলো। মাঝে সিনেমা বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নাটক থেকে দূরে ছিলেন তিনি। এ ছাড়া নিজের ব্যান্ড নিয়েও ছিলেন ব্যস্ত। মাসুদ হাসান উজ্জ্বল সর্বশেষ নাটক বানিয়েছেন ২০১৭ সালে। আট বছর পর আবারও নাটক নির্মাণে ফিরলেন এই নির্মাতা। তৌসিফ মাহবুব ও নাজনীন নিহাকে নিয়ে বানিয়েছেন ‘চুপকথা’ নামের নাটক।
মহসীন মেহেদীর গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন উজ্জ্বল নিজেই; যাতে উঠে আসবে সমাজের বিত্তবান পরিবারের ভিন্ন এক প্রেমের গল্প। নির্মাতা জানান, চুপকথা নাটকটি প্রেম ও প্রকৃতির গল্প।
‘চুপকথা’ প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ‘এবারই প্রথম অন্য কারও গল্প নিয়ে কাজ করেছি। কারণ, গল্পটা আমাকে টেনেছে। গল্পটা প্রেমের। তার সঙ্গে সোসাইটির নানাবিধ প্রসঙ্গ এসেছে। নির্মাণের সময় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বরাবরই মাথায় রাখি, এবারও ছিল।’
দীর্ঘদিন পর নাটক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাটকের অডিয়েন্স মিস করছিলাম। আমি মনে করি, এখনো আমাদের বড়সংখ্যক অডিয়েন্স রয়েছে নাটকে। ফলে সিনেমার জন্য এই মানুষগুলোকে লম্বা সময় অ্যাভয়েড করা ঠিক নয়। একটা সিনেমা বানাতে আমার ৪-৫ বছর সময় চলে যায়। সেই ফাঁকে নাটকের দর্শকের জন্যও কিছু করার পরিকল্পনা থেকেই নাটকে ফেরা।’
কোরবানির ঈদ উপলক্ষে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে চুপকথা নাটকটি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমা। ইতিমধ্যে শেষ হয়েছে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির কাজ।
নাটক দিয়েই পরিচিতি পেয়েছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। প্রশংসিত হয়েছে তাঁর ‘যে জীবন ফড়িং এর’, ‘ছায়াফেরী’, ‘রোদ মেখো সূর্যমুখী’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতো’ নাটকগুলো। মাঝে সিনেমা বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নাটক থেকে দূরে ছিলেন তিনি। এ ছাড়া নিজের ব্যান্ড নিয়েও ছিলেন ব্যস্ত। মাসুদ হাসান উজ্জ্বল সর্বশেষ নাটক বানিয়েছেন ২০১৭ সালে। আট বছর পর আবারও নাটক নির্মাণে ফিরলেন এই নির্মাতা। তৌসিফ মাহবুব ও নাজনীন নিহাকে নিয়ে বানিয়েছেন ‘চুপকথা’ নামের নাটক।
মহসীন মেহেদীর গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন উজ্জ্বল নিজেই; যাতে উঠে আসবে সমাজের বিত্তবান পরিবারের ভিন্ন এক প্রেমের গল্প। নির্মাতা জানান, চুপকথা নাটকটি প্রেম ও প্রকৃতির গল্প।
‘চুপকথা’ প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ‘এবারই প্রথম অন্য কারও গল্প নিয়ে কাজ করেছি। কারণ, গল্পটা আমাকে টেনেছে। গল্পটা প্রেমের। তার সঙ্গে সোসাইটির নানাবিধ প্রসঙ্গ এসেছে। নির্মাণের সময় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বরাবরই মাথায় রাখি, এবারও ছিল।’
দীর্ঘদিন পর নাটক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাটকের অডিয়েন্স মিস করছিলাম। আমি মনে করি, এখনো আমাদের বড়সংখ্যক অডিয়েন্স রয়েছে নাটকে। ফলে সিনেমার জন্য এই মানুষগুলোকে লম্বা সময় অ্যাভয়েড করা ঠিক নয়। একটা সিনেমা বানাতে আমার ৪-৫ বছর সময় চলে যায়। সেই ফাঁকে নাটকের দর্শকের জন্যও কিছু করার পরিকল্পনা থেকেই নাটকে ফেরা।’
কোরবানির ঈদ উপলক্ষে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে চুপকথা নাটকটি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমা। ইতিমধ্যে শেষ হয়েছে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির কাজ।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
২ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
৭ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
৯ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১০ ঘণ্টা আগে