ছবি নয়, ওয়েব সিরিজ নির্মাণে নামছেন জাজ মাল্টিমিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে ‘মোনা’ নামের একটি ওয়েব সিরিজের। ‘মোনা’ পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। যিনি কয়েক বছর জাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ছবিতে অভিনয় করবেন একঝাঁক অভিনয়শিল্পী। ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন। তিনি ‘কে হবে মাসুদ রানা’ র মঞ্চ থেকে উঠে এসে কয়েকটি নাটকে কাজ করেছেন সাজ্জাদ হোসেন। জাজের ‘এমআর নাইন’ নামে আরেকটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে তার। বর্তমানে সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক’ নামে একটি ওয়েব কনটেন্টের শুটিং করছেন।
সাজ্জাদ বলেন, ‘আমি নাটকেও অভিনয় করেছি। তবে ছবির জন্য মাঝে প্রস্তুতি নিচ্ছিলাম। বড় পর্দাই আমার মূল লক্ষ্য। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো ছবিতে কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। এই ওয়েব সিরিজটি হচ্ছে বড় আয়োজনে।’
সাজ্জাদ জানান, লুক টেস্ট এবং অডিশনের মাধ্যমে কাজটিতে সুযোগ পেয়েছেন। ডিসেম্বরে সিরিজটির শুটিং শুরু হবে। ‘মোনা’ পুরোপুরি হরর থ্রিলার গল্পে। একটি বাচ্চা মেয়ে ‘মোনা’ নাম ভূমিকায় অভিয় করবেন। সাজ্জাদ ছাড়াও অভিনয় করবেন সামিনা বাসার, সেমন্তী সৌমি। জাজ জানায়, গল্পে নতুনত্ব থাকছে। বিস্তারিত জানানো হবে শিগগির।
এর আগে ‘জ্বিন’ নামে একটি সিনেমা নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া। ওই ছবিটি মুক্তির অপেক্ষায়।
ছবি নয়, ওয়েব সিরিজ নির্মাণে নামছেন জাজ মাল্টিমিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে ‘মোনা’ নামের একটি ওয়েব সিরিজের। ‘মোনা’ পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। যিনি কয়েক বছর জাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ছবিতে অভিনয় করবেন একঝাঁক অভিনয়শিল্পী। ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন। তিনি ‘কে হবে মাসুদ রানা’ র মঞ্চ থেকে উঠে এসে কয়েকটি নাটকে কাজ করেছেন সাজ্জাদ হোসেন। জাজের ‘এমআর নাইন’ নামে আরেকটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে তার। বর্তমানে সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক’ নামে একটি ওয়েব কনটেন্টের শুটিং করছেন।
সাজ্জাদ বলেন, ‘আমি নাটকেও অভিনয় করেছি। তবে ছবির জন্য মাঝে প্রস্তুতি নিচ্ছিলাম। বড় পর্দাই আমার মূল লক্ষ্য। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো ছবিতে কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। এই ওয়েব সিরিজটি হচ্ছে বড় আয়োজনে।’
সাজ্জাদ জানান, লুক টেস্ট এবং অডিশনের মাধ্যমে কাজটিতে সুযোগ পেয়েছেন। ডিসেম্বরে সিরিজটির শুটিং শুরু হবে। ‘মোনা’ পুরোপুরি হরর থ্রিলার গল্পে। একটি বাচ্চা মেয়ে ‘মোনা’ নাম ভূমিকায় অভিয় করবেন। সাজ্জাদ ছাড়াও অভিনয় করবেন সামিনা বাসার, সেমন্তী সৌমি। জাজ জানায়, গল্পে নতুনত্ব থাকছে। বিস্তারিত জানানো হবে শিগগির।
এর আগে ‘জ্বিন’ নামে একটি সিনেমা নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া। ওই ছবিটি মুক্তির অপেক্ষায়।
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
৬ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
৬ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
৭ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
৭ ঘণ্টা আগে