টিভি পর্দায় আর দেখা যাবে না রাজা-মাম্পি জুটিকে। শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’। ৩১ অক্টোবর প্রচারিত হবে এই ধারাবাহিকের শেষ পর্ব। ২৩৫ পর্বে থামছে সিরিয়ালটির পথচলা।
কয়েক দিন আগে দেশের মাটির শেষ পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন কলাকুশলীরা। শেষ দিনের শুটিংয়ে সবাই মিলে কেক কেটেছেন। নীল-সাদা কেক, ওপরে লেখা দেশের মাটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রদের অনেকেরই ছবি ছিল কেকের ওপর। শুটিং ফ্লোরে সেদিন সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। এত দিন যেভাবে দেশের মাটি টিম একটি পরিবারের আকার নিয়েছিল, তা এখন মিস করবেন বলে জানিয়েছেন ধারাবাহিকের অভিনয়শিল্পীরা।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন রাহুল ওরফে রাজা ও রুকমা ওরফে মাম্পি। লাইভে রুকমা বলেন রাহুলকে, ‘তোমার সঙ্গে অভিনয় খুব মিস করব। তোমাকে আর রোজ দেখতে পারব না। খুব মন খারাপ হচ্ছে।’
দেশের মাটির প্রচার শুরু হয়েছিল গত বছর। কয়েক সপ্তাহের মধ্যেই দর্শকমনে জায়গা করে নেয় সিরিয়ালটি। নোয়া, কিয়ান, রাজা, মাম্পিসহ মুখার্জি পরিবারের সবাই দর্শকের আপন হয়ে ওঠে। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের মূল্যবোধ ও গুরুত্ব আরও একবার মনে করিয়ে দিতে পেরেছে এ সিরিয়াল। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায়, দেশের মাটির চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। পরিচালনা করেছেন শৈবাল ব্যানার্জি।
দেশের মাটি প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আগামী ১ নভেম্বর থেকে এ সময় দেখা যাবে নতুন সিরিয়াল ‘খুকুমনি হোম ডেলিভারি’।
টিভি পর্দায় আর দেখা যাবে না রাজা-মাম্পি জুটিকে। শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’। ৩১ অক্টোবর প্রচারিত হবে এই ধারাবাহিকের শেষ পর্ব। ২৩৫ পর্বে থামছে সিরিয়ালটির পথচলা।
কয়েক দিন আগে দেশের মাটির শেষ পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন কলাকুশলীরা। শেষ দিনের শুটিংয়ে সবাই মিলে কেক কেটেছেন। নীল-সাদা কেক, ওপরে লেখা দেশের মাটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রদের অনেকেরই ছবি ছিল কেকের ওপর। শুটিং ফ্লোরে সেদিন সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। এত দিন যেভাবে দেশের মাটি টিম একটি পরিবারের আকার নিয়েছিল, তা এখন মিস করবেন বলে জানিয়েছেন ধারাবাহিকের অভিনয়শিল্পীরা।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন রাহুল ওরফে রাজা ও রুকমা ওরফে মাম্পি। লাইভে রুকমা বলেন রাহুলকে, ‘তোমার সঙ্গে অভিনয় খুব মিস করব। তোমাকে আর রোজ দেখতে পারব না। খুব মন খারাপ হচ্ছে।’
দেশের মাটির প্রচার শুরু হয়েছিল গত বছর। কয়েক সপ্তাহের মধ্যেই দর্শকমনে জায়গা করে নেয় সিরিয়ালটি। নোয়া, কিয়ান, রাজা, মাম্পিসহ মুখার্জি পরিবারের সবাই দর্শকের আপন হয়ে ওঠে। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের মূল্যবোধ ও গুরুত্ব আরও একবার মনে করিয়ে দিতে পেরেছে এ সিরিয়াল। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায়, দেশের মাটির চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। পরিচালনা করেছেন শৈবাল ব্যানার্জি।
দেশের মাটি প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আগামী ১ নভেম্বর থেকে এ সময় দেখা যাবে নতুন সিরিয়াল ‘খুকুমনি হোম ডেলিভারি’।
২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১৪ মিনিট আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১৯ মিনিট আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
১ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
১ ঘণ্টা আগে