এক অদ্ভুত ব্যাপার। টলিউডের একের পর এক তারকা চোট পাচ্ছেন গোড়ালিতে। গোড়ালিতে চিড় নিয়ে টানা ৫০ দিন শুটিং করেছেন অঙ্কুশ হাজরা, এমনকি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। এখন অবশ্য চিকিৎসকের পরামর্শে শুটিং বন্ধ করে গৃহবন্দী হয়েছেন অঙ্কুশ। অন্যদিকে বুধবার ঋতাভরী চক্রবর্তী জানিয়েছেন, গোড়ালিতে চোট পেয়ে একটি ইভেন্টে হুইল চেয়ারে করেই গিয়েছিলেন তিনি। এবার গোড়ালিতে চোট পেলেন মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সৌমিতৃষা জানান, গোড়ালিতে চোট পেয়েছেন। ঐ ভিডিওতেই জানা যায় যে, মহালয়ার অনুষ্ঠানে পায়ে চোট নিয়েই নেচেছেন নায়িকা। মহালয়ার অনুষ্ঠানের মহড়া দিতে গিয়েই আচমকা পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ফুলে যায় পায়ের পাতা। এরপর চিকিৎসকের কাছে গিয়ে এক্স রে করলে জানা যায় যে লিগামেন্টে চাপ পড়ে ফুলে গেছে।
চিকিৎসকের নির্দেশ ছিল, পায়ে অ্যাংক্লেট পরতে হবে। টানা বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু সেই পরামর্শে কান না দিয়ে শুটিং চালিয়েছেন নায়িকা। এর আগেও অবশ্য মিঠাই জ্বর নিয়ে টানা শুটিং করেছিলেন। এবারও ব্যথা দমিয়ে রাখতে পারেনি সৌমিতৃষাকে। বিশ্রাম নিয়ে বাড়িতে বসে থাকার পাত্রী তিনি নন। ঐ ব্যথা নিয়েই মহালয়ার নাচের শুটিং করেছেন মিঠাই। সেটের সবাই নাকি ছুটি নিতে বলছেন মিঠাইকে. কিন্তু কাজপাগল নায়িকা সৌমিতৃষা ছুটি নেবেন কি-না তাই এখনও ঠিক করতে পারেননি।
এক অদ্ভুত ব্যাপার। টলিউডের একের পর এক তারকা চোট পাচ্ছেন গোড়ালিতে। গোড়ালিতে চিড় নিয়ে টানা ৫০ দিন শুটিং করেছেন অঙ্কুশ হাজরা, এমনকি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। এখন অবশ্য চিকিৎসকের পরামর্শে শুটিং বন্ধ করে গৃহবন্দী হয়েছেন অঙ্কুশ। অন্যদিকে বুধবার ঋতাভরী চক্রবর্তী জানিয়েছেন, গোড়ালিতে চোট পেয়ে একটি ইভেন্টে হুইল চেয়ারে করেই গিয়েছিলেন তিনি। এবার গোড়ালিতে চোট পেলেন মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সৌমিতৃষা জানান, গোড়ালিতে চোট পেয়েছেন। ঐ ভিডিওতেই জানা যায় যে, মহালয়ার অনুষ্ঠানে পায়ে চোট নিয়েই নেচেছেন নায়িকা। মহালয়ার অনুষ্ঠানের মহড়া দিতে গিয়েই আচমকা পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ফুলে যায় পায়ের পাতা। এরপর চিকিৎসকের কাছে গিয়ে এক্স রে করলে জানা যায় যে লিগামেন্টে চাপ পড়ে ফুলে গেছে।
চিকিৎসকের নির্দেশ ছিল, পায়ে অ্যাংক্লেট পরতে হবে। টানা বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু সেই পরামর্শে কান না দিয়ে শুটিং চালিয়েছেন নায়িকা। এর আগেও অবশ্য মিঠাই জ্বর নিয়ে টানা শুটিং করেছিলেন। এবারও ব্যথা দমিয়ে রাখতে পারেনি সৌমিতৃষাকে। বিশ্রাম নিয়ে বাড়িতে বসে থাকার পাত্রী তিনি নন। ঐ ব্যথা নিয়েই মহালয়ার নাচের শুটিং করেছেন মিঠাই। সেটের সবাই নাকি ছুটি নিতে বলছেন মিঠাইকে. কিন্তু কাজপাগল নায়িকা সৌমিতৃষা ছুটি নেবেন কি-না তাই এখনও ঠিক করতে পারেননি।
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
৬ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
৬ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
৬ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
৭ ঘণ্টা আগে