এক অদ্ভুত ব্যাপার। টলিউডের একের পর এক তারকা চোট পাচ্ছেন গোড়ালিতে। গোড়ালিতে চিড় নিয়ে টানা ৫০ দিন শুটিং করেছেন অঙ্কুশ হাজরা, এমনকি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। এখন অবশ্য চিকিৎসকের পরামর্শে শুটিং বন্ধ করে গৃহবন্দী হয়েছেন অঙ্কুশ। অন্যদিকে বুধবার ঋতাভরী চক্রবর্তী জানিয়েছেন, গোড়ালিতে চোট পেয়ে একটি ইভেন্টে হুইল চেয়ারে করেই গিয়েছিলেন তিনি। এবার গোড়ালিতে চোট পেলেন মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সৌমিতৃষা জানান, গোড়ালিতে চোট পেয়েছেন। ঐ ভিডিওতেই জানা যায় যে, মহালয়ার অনুষ্ঠানে পায়ে চোট নিয়েই নেচেছেন নায়িকা। মহালয়ার অনুষ্ঠানের মহড়া দিতে গিয়েই আচমকা পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ফুলে যায় পায়ের পাতা। এরপর চিকিৎসকের কাছে গিয়ে এক্স রে করলে জানা যায় যে লিগামেন্টে চাপ পড়ে ফুলে গেছে।
চিকিৎসকের নির্দেশ ছিল, পায়ে অ্যাংক্লেট পরতে হবে। টানা বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু সেই পরামর্শে কান না দিয়ে শুটিং চালিয়েছেন নায়িকা। এর আগেও অবশ্য মিঠাই জ্বর নিয়ে টানা শুটিং করেছিলেন। এবারও ব্যথা দমিয়ে রাখতে পারেনি সৌমিতৃষাকে। বিশ্রাম নিয়ে বাড়িতে বসে থাকার পাত্রী তিনি নন। ঐ ব্যথা নিয়েই মহালয়ার নাচের শুটিং করেছেন মিঠাই। সেটের সবাই নাকি ছুটি নিতে বলছেন মিঠাইকে. কিন্তু কাজপাগল নায়িকা সৌমিতৃষা ছুটি নেবেন কি-না তাই এখনও ঠিক করতে পারেননি।
এক অদ্ভুত ব্যাপার। টলিউডের একের পর এক তারকা চোট পাচ্ছেন গোড়ালিতে। গোড়ালিতে চিড় নিয়ে টানা ৫০ দিন শুটিং করেছেন অঙ্কুশ হাজরা, এমনকি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। এখন অবশ্য চিকিৎসকের পরামর্শে শুটিং বন্ধ করে গৃহবন্দী হয়েছেন অঙ্কুশ। অন্যদিকে বুধবার ঋতাভরী চক্রবর্তী জানিয়েছেন, গোড়ালিতে চোট পেয়ে একটি ইভেন্টে হুইল চেয়ারে করেই গিয়েছিলেন তিনি। এবার গোড়ালিতে চোট পেলেন মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সৌমিতৃষা জানান, গোড়ালিতে চোট পেয়েছেন। ঐ ভিডিওতেই জানা যায় যে, মহালয়ার অনুষ্ঠানে পায়ে চোট নিয়েই নেচেছেন নায়িকা। মহালয়ার অনুষ্ঠানের মহড়া দিতে গিয়েই আচমকা পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ফুলে যায় পায়ের পাতা। এরপর চিকিৎসকের কাছে গিয়ে এক্স রে করলে জানা যায় যে লিগামেন্টে চাপ পড়ে ফুলে গেছে।
চিকিৎসকের নির্দেশ ছিল, পায়ে অ্যাংক্লেট পরতে হবে। টানা বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু সেই পরামর্শে কান না দিয়ে শুটিং চালিয়েছেন নায়িকা। এর আগেও অবশ্য মিঠাই জ্বর নিয়ে টানা শুটিং করেছিলেন। এবারও ব্যথা দমিয়ে রাখতে পারেনি সৌমিতৃষাকে। বিশ্রাম নিয়ে বাড়িতে বসে থাকার পাত্রী তিনি নন। ঐ ব্যথা নিয়েই মহালয়ার নাচের শুটিং করেছেন মিঠাই। সেটের সবাই নাকি ছুটি নিতে বলছেন মিঠাইকে. কিন্তু কাজপাগল নায়িকা সৌমিতৃষা ছুটি নেবেন কি-না তাই এখনও ঠিক করতে পারেননি।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে