Ajker Patrika

পায়ে চোট নিয়ে নাচের শুটিংয়ে মিঠাই

পায়ে চোট নিয়ে নাচের শুটিংয়ে মিঠাই

এক অদ্ভুত ব্যাপার। টলিউডের একের পর এক তারকা চোট পাচ্ছেন গোড়ালিতে। গোড়ালিতে চিড় নিয়ে টানা ৫০ দিন শুটিং করেছেন অঙ্কুশ হাজরা, এমনকি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। এখন অবশ্য চিকিৎসকের পরামর্শে শুটিং বন্ধ করে গৃহবন্দী হয়েছেন অঙ্কুশ। অন্যদিকে বুধবার ঋতাভরী চক্রবর্তী জানিয়েছেন, গোড়ালিতে চোট পেয়ে একটি ইভেন্টে হুইল চেয়ারে করেই গিয়েছিলেন তিনি। এবার গোড়ালিতে চোট পেলেন মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সৌমিতৃষা জানান, গোড়ালিতে চোট পেয়েছেন। ঐ ভিডিওতেই জানা যায় যে, মহালয়ার অনুষ্ঠানে পায়ে চোট নিয়েই নেচেছেন নায়িকা। মহালয়ার অনুষ্ঠানের মহড়া দিতে গিয়েই আচমকা পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ফুলে যায় পায়ের পাতা। এরপর চিকিৎসকের কাছে গিয়ে এক্স রে করলে জানা যায় যে লিগামেন্টে চাপ পড়ে ফুলে গেছে।

চিকিৎসকের নির্দেশ ছিল, পায়ে অ্যাংক্লেট পরতে হবে। টানা বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু সেই পরামর্শে কান না দিয়ে শুটিং চালিয়েছেন নায়িকা। এর আগেও অবশ্য মিঠাই জ্বর নিয়ে টানা শুটিং করেছিলেন। এবারও ব্যথা দমিয়ে রাখতে পারেনি সৌমিতৃষাকে। বিশ্রাম নিয়ে বাড়িতে বসে থাকার পাত্রী তিনি নন। ঐ ব্যথা নিয়েই মহালয়ার নাচের শুটিং করেছেন মিঠাই। সেটের সবাই নাকি ছুটি নিতে বলছেন মিঠাইকে. কিন্তু কাজপাগল নায়িকা সৌমিতৃষা ছুটি নেবেন কি-না তাই এখনও ঠিক করতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত