একের পর এক বন্ধ হচ্ছে ধারাবাহিক। আজ একইদিনে বন্ধ হচ্ছে দুটি ধারাবাহিকের প্রচার। আগেই জানা গিয়েছিল ‘দেশের মাটি’র প্রচার বন্ধ হয়ে আগামীকাল থেকে একই সময়ে শুরু হবে ‘খুকুমনি হোম ডেলিভারি’।
এবার জানা গেল, শুধু ‘দেশের মাটি’ নয়, বন্ধ হচ্ছে ‘তিতলি’ও। আজ রোববার শেষবারের মতো দেখা গেছে ‘তিতলি’কে। এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়েছে গত বৃহস্পতিবার।
এক সময় টিআরপি-র তালিকায় শীর্ষে ছিল ‘তিতলি’। এটি কেন হঠাৎ বন্ধ হচ্ছে, এ নিয়ে দর্শকদের মধ্যে চলছে জল্পনা। শোনা গেছে, টিআরপি কম থাকার কারণেই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
তবে ধারাবাহিকের ‘তিতলি’ চরিত্রের অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বলছেন ভিন্ন কথা, ‘তিতলি দুম করে বন্ধ হচ্ছে না। বরং একটা গল্পের শেষ হচ্ছে।’
মধুপ্রিয়া বলেন, ‘সবকিছুর যেমন শুরু আছে। তেমন শেষও আছে। তিতলির ক্ষেত্রেও তাই। তাছাড়াও তিতলি তো আর কোনো ফ্যামিলি ড্রামা নয়। একটা মেয়ের স্বপ্নপূরণের গল্প এটি। সেই গল্প তো অনেক আগেই শেষ হয়ে গেছে।’
ধারাবাহিকটি শেষ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অনেকবারই এই ধারাবাহিকের টাইমিং বদলেছে। সম্প্রতি তিতলিকে দুপুরের স্লটে দেওয়া হয়। দর্শক কমতে থাকে। তার উপর নতুন করে তিতলির গল্পতেও কিছু নেই। তাই শুধু শুধু একটা ভাল গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ? তার থেকে ভাল শেষ হয়ে যাওয়া।’
তবে এতদিন ধরে তিনি যে ‘তিতলি’ টিমে কাজ করছিলেন, হঠাৎ করে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায়, টিমের অনেকের সঙ্গে আর দেখা হবে না, এটা নিয়ে বেশ মন খারাপ মধুপ্রিয়া চৌধুরীর।
‘তিতলি’ এক বধির মেয়ের স্বপ্নপূরণের গল্প। যার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। এই গল্প দেখাতে গিয়ে এমন কিছু দেখানো হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেন অনেকেই।
একের পর এক বন্ধ হচ্ছে ধারাবাহিক। আজ একইদিনে বন্ধ হচ্ছে দুটি ধারাবাহিকের প্রচার। আগেই জানা গিয়েছিল ‘দেশের মাটি’র প্রচার বন্ধ হয়ে আগামীকাল থেকে একই সময়ে শুরু হবে ‘খুকুমনি হোম ডেলিভারি’।
এবার জানা গেল, শুধু ‘দেশের মাটি’ নয়, বন্ধ হচ্ছে ‘তিতলি’ও। আজ রোববার শেষবারের মতো দেখা গেছে ‘তিতলি’কে। এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়েছে গত বৃহস্পতিবার।
এক সময় টিআরপি-র তালিকায় শীর্ষে ছিল ‘তিতলি’। এটি কেন হঠাৎ বন্ধ হচ্ছে, এ নিয়ে দর্শকদের মধ্যে চলছে জল্পনা। শোনা গেছে, টিআরপি কম থাকার কারণেই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
তবে ধারাবাহিকের ‘তিতলি’ চরিত্রের অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বলছেন ভিন্ন কথা, ‘তিতলি দুম করে বন্ধ হচ্ছে না। বরং একটা গল্পের শেষ হচ্ছে।’
মধুপ্রিয়া বলেন, ‘সবকিছুর যেমন শুরু আছে। তেমন শেষও আছে। তিতলির ক্ষেত্রেও তাই। তাছাড়াও তিতলি তো আর কোনো ফ্যামিলি ড্রামা নয়। একটা মেয়ের স্বপ্নপূরণের গল্প এটি। সেই গল্প তো অনেক আগেই শেষ হয়ে গেছে।’
ধারাবাহিকটি শেষ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অনেকবারই এই ধারাবাহিকের টাইমিং বদলেছে। সম্প্রতি তিতলিকে দুপুরের স্লটে দেওয়া হয়। দর্শক কমতে থাকে। তার উপর নতুন করে তিতলির গল্পতেও কিছু নেই। তাই শুধু শুধু একটা ভাল গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ? তার থেকে ভাল শেষ হয়ে যাওয়া।’
তবে এতদিন ধরে তিনি যে ‘তিতলি’ টিমে কাজ করছিলেন, হঠাৎ করে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায়, টিমের অনেকের সঙ্গে আর দেখা হবে না, এটা নিয়ে বেশ মন খারাপ মধুপ্রিয়া চৌধুরীর।
‘তিতলি’ এক বধির মেয়ের স্বপ্নপূরণের গল্প। যার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। এই গল্প দেখাতে গিয়ে এমন কিছু দেখানো হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেন অনেকেই।
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
৬ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
৬ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
৬ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
৭ ঘণ্টা আগে