একের পর এক বন্ধ হচ্ছে ধারাবাহিক। আজ একইদিনে বন্ধ হচ্ছে দুটি ধারাবাহিকের প্রচার। আগেই জানা গিয়েছিল ‘দেশের মাটি’র প্রচার বন্ধ হয়ে আগামীকাল থেকে একই সময়ে শুরু হবে ‘খুকুমনি হোম ডেলিভারি’।
এবার জানা গেল, শুধু ‘দেশের মাটি’ নয়, বন্ধ হচ্ছে ‘তিতলি’ও। আজ রোববার শেষবারের মতো দেখা গেছে ‘তিতলি’কে। এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়েছে গত বৃহস্পতিবার।
এক সময় টিআরপি-র তালিকায় শীর্ষে ছিল ‘তিতলি’। এটি কেন হঠাৎ বন্ধ হচ্ছে, এ নিয়ে দর্শকদের মধ্যে চলছে জল্পনা। শোনা গেছে, টিআরপি কম থাকার কারণেই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
তবে ধারাবাহিকের ‘তিতলি’ চরিত্রের অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বলছেন ভিন্ন কথা, ‘তিতলি দুম করে বন্ধ হচ্ছে না। বরং একটা গল্পের শেষ হচ্ছে।’
মধুপ্রিয়া বলেন, ‘সবকিছুর যেমন শুরু আছে। তেমন শেষও আছে। তিতলির ক্ষেত্রেও তাই। তাছাড়াও তিতলি তো আর কোনো ফ্যামিলি ড্রামা নয়। একটা মেয়ের স্বপ্নপূরণের গল্প এটি। সেই গল্প তো অনেক আগেই শেষ হয়ে গেছে।’
ধারাবাহিকটি শেষ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অনেকবারই এই ধারাবাহিকের টাইমিং বদলেছে। সম্প্রতি তিতলিকে দুপুরের স্লটে দেওয়া হয়। দর্শক কমতে থাকে। তার উপর নতুন করে তিতলির গল্পতেও কিছু নেই। তাই শুধু শুধু একটা ভাল গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ? তার থেকে ভাল শেষ হয়ে যাওয়া।’
তবে এতদিন ধরে তিনি যে ‘তিতলি’ টিমে কাজ করছিলেন, হঠাৎ করে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায়, টিমের অনেকের সঙ্গে আর দেখা হবে না, এটা নিয়ে বেশ মন খারাপ মধুপ্রিয়া চৌধুরীর।
‘তিতলি’ এক বধির মেয়ের স্বপ্নপূরণের গল্প। যার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। এই গল্প দেখাতে গিয়ে এমন কিছু দেখানো হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেন অনেকেই।
একের পর এক বন্ধ হচ্ছে ধারাবাহিক। আজ একইদিনে বন্ধ হচ্ছে দুটি ধারাবাহিকের প্রচার। আগেই জানা গিয়েছিল ‘দেশের মাটি’র প্রচার বন্ধ হয়ে আগামীকাল থেকে একই সময়ে শুরু হবে ‘খুকুমনি হোম ডেলিভারি’।
এবার জানা গেল, শুধু ‘দেশের মাটি’ নয়, বন্ধ হচ্ছে ‘তিতলি’ও। আজ রোববার শেষবারের মতো দেখা গেছে ‘তিতলি’কে। এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হয়েছে গত বৃহস্পতিবার।
এক সময় টিআরপি-র তালিকায় শীর্ষে ছিল ‘তিতলি’। এটি কেন হঠাৎ বন্ধ হচ্ছে, এ নিয়ে দর্শকদের মধ্যে চলছে জল্পনা। শোনা গেছে, টিআরপি কম থাকার কারণেই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক।
তবে ধারাবাহিকের ‘তিতলি’ চরিত্রের অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বলছেন ভিন্ন কথা, ‘তিতলি দুম করে বন্ধ হচ্ছে না। বরং একটা গল্পের শেষ হচ্ছে।’
মধুপ্রিয়া বলেন, ‘সবকিছুর যেমন শুরু আছে। তেমন শেষও আছে। তিতলির ক্ষেত্রেও তাই। তাছাড়াও তিতলি তো আর কোনো ফ্যামিলি ড্রামা নয়। একটা মেয়ের স্বপ্নপূরণের গল্প এটি। সেই গল্প তো অনেক আগেই শেষ হয়ে গেছে।’
ধারাবাহিকটি শেষ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘অনেকবারই এই ধারাবাহিকের টাইমিং বদলেছে। সম্প্রতি তিতলিকে দুপুরের স্লটে দেওয়া হয়। দর্শক কমতে থাকে। তার উপর নতুন করে তিতলির গল্পতেও কিছু নেই। তাই শুধু শুধু একটা ভাল গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ? তার থেকে ভাল শেষ হয়ে যাওয়া।’
তবে এতদিন ধরে তিনি যে ‘তিতলি’ টিমে কাজ করছিলেন, হঠাৎ করে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায়, টিমের অনেকের সঙ্গে আর দেখা হবে না, এটা নিয়ে বেশ মন খারাপ মধুপ্রিয়া চৌধুরীর।
‘তিতলি’ এক বধির মেয়ের স্বপ্নপূরণের গল্প। যার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। এই গল্প দেখাতে গিয়ে এমন কিছু দেখানো হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেন অনেকেই।
২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৭ মিনিট আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১২ মিনিট আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
১ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
১ ঘণ্টা আগে