দুজনের অমতেই বিয়ে হয়েছে ঋষিরাজ আর পিহুর। এরপর কী হবে তাদের ভবিষ্যৎ, এমন কৌতূহল ছিল ‘মন ফাগুন’ সিরিয়ালের দর্শকদের মধ্যে। চ্যানেলের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছিল, ঘুরে যাচ্ছে গল্পের মোড়।
সেটাই হচ্ছে। স্টার জলসার জনপ্রিয় এ সিরিয়ালের নতুন প্রোমো সে ইঙ্গিতই দিচ্ছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, একে অপরকে জব্দ করতে নতুন ফন্দি আঁটছে নবদম্পতি। ঋষিরাজের সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছে পিহু। রুমের মাঝ বরাবর কাপড় দিয়ে পর্দা টেনে দিয়েছে। স্বামী ঋষিরাজকে ডাকছে ‘রক্তচোষা বাদুড়’ বলে।
তবে সবকিছু মেনে নিলেও বিছানার ভাগ দিতে রাজি নয় ঋষিরাজ। পিহুকে শাসিয়ে সে বলে, ‘এটা আমার ঘর। জোর করে ঘরের ভাগ নিলেও বিছানার ভাগ নেওয়ার চেষ্টা করবেন না’। পাল্টা পিহু জানতে চায়, ‘কী করবেন আপনি?’ ঋষির সটান জবাব, ‘সবাইকে আপনার লেখা প্রেমপত্র দেখাব আর বলে দেব আপনার একটা বয়ফ্রেন্ড আছে।’
এরপর পিহুর প্রতিক্রিয়া কী হবে, সেটা বোঝা না গেলেও আন্দাজ করা যাচ্ছে, খুব সহজ হবে না তাদের দাম্পত্য। অনেক কিছু ঘটবে এ সপ্তাহের পর্বগুলোতে। স্টার জলসা তাই ‘মন ফাগুন’-এর চলতি সপ্তাহের ট্যাগলাইন দিয়েছে ‘বিয়ের ফাঁদে’।
ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলছে ‘মন ফাগুন’। ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প সিরিয়ালের মূল প্রেক্ষাপট। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ আর ঋষিরাজ চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ নির্মাণ করছেন লক্ষ্মণ ঘোষ। স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে সিরিয়ালটি।
দুজনের অমতেই বিয়ে হয়েছে ঋষিরাজ আর পিহুর। এরপর কী হবে তাদের ভবিষ্যৎ, এমন কৌতূহল ছিল ‘মন ফাগুন’ সিরিয়ালের দর্শকদের মধ্যে। চ্যানেলের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছিল, ঘুরে যাচ্ছে গল্পের মোড়।
সেটাই হচ্ছে। স্টার জলসার জনপ্রিয় এ সিরিয়ালের নতুন প্রোমো সে ইঙ্গিতই দিচ্ছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, একে অপরকে জব্দ করতে নতুন ফন্দি আঁটছে নবদম্পতি। ঋষিরাজের সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছে পিহু। রুমের মাঝ বরাবর কাপড় দিয়ে পর্দা টেনে দিয়েছে। স্বামী ঋষিরাজকে ডাকছে ‘রক্তচোষা বাদুড়’ বলে।
তবে সবকিছু মেনে নিলেও বিছানার ভাগ দিতে রাজি নয় ঋষিরাজ। পিহুকে শাসিয়ে সে বলে, ‘এটা আমার ঘর। জোর করে ঘরের ভাগ নিলেও বিছানার ভাগ নেওয়ার চেষ্টা করবেন না’। পাল্টা পিহু জানতে চায়, ‘কী করবেন আপনি?’ ঋষির সটান জবাব, ‘সবাইকে আপনার লেখা প্রেমপত্র দেখাব আর বলে দেব আপনার একটা বয়ফ্রেন্ড আছে।’
এরপর পিহুর প্রতিক্রিয়া কী হবে, সেটা বোঝা না গেলেও আন্দাজ করা যাচ্ছে, খুব সহজ হবে না তাদের দাম্পত্য। অনেক কিছু ঘটবে এ সপ্তাহের পর্বগুলোতে। স্টার জলসা তাই ‘মন ফাগুন’-এর চলতি সপ্তাহের ট্যাগলাইন দিয়েছে ‘বিয়ের ফাঁদে’।
ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলছে ‘মন ফাগুন’। ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প সিরিয়ালের মূল প্রেক্ষাপট। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ আর ঋষিরাজ চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ নির্মাণ করছেন লক্ষ্মণ ঘোষ। স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে সিরিয়ালটি।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
২০ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে