‘ফ্রেন্ডস’ কেন এখনো এত জনপ্রিয়
১০ বছরে ২৩৬টি পর্ব। ১০টি মৌসুমে প্রচার হওয়া এ টিভি সিরিজ ছয় বন্ধুর গল্প। তাঁদের প্রাত্যহিক জীবনের ঘটনা উঠে এসেছে হাসির মোড়কে। সিরিজের চরিত্রগুলো অদ্ভুত। কেউ শুচিবাইগ্রস্ত, কেউ অত্যধিক ফ্যাশনসচেতন, কেউ মারাত্মক রকমের বোকা। কেউ খুব প্রেমিক, বারবার বিরহে পড়ে। পরিস্থিতি না বুঝে হুটহাট অহেতুক কৌতুক করে