ঢাকা: একাকী মায়ের গল্প নিয়ে ‘কড়ি খেলা’। জি বাংলার প্রতি ধারাবাহিকেই প্রাধান্য পায় নারীর লড়াই। ‘কড়ি খেলা’ও তেমনি। এমন এক একাকি মায়ের গল্প, যিনি কোনো অবস্থাতেই হার মানতে শেখেননি। গত বছরের ৮ মার্চ নারী দিবস থেকে শুরু হয়েছিল ধারাবাহিকটি। শুরু থেকেই তুমুল আলোচনায় ছিল ‘কড়ি খেলা’। ভারতে করোনা সংক্রমণ বাড়ায় টালিউডে শুটিং স্থগিত হয়ে যায়। সেই ধাক্কায় কিছুদিন পুরোনো পর্ব চালানোর পর, অবশেষে সিরিয়ালটির প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল।
‘কড়ি খেলা’র যারা নিয়মিত দর্শক ছিলেন, তাঁরা বেশ মন খারাপ করেছিলেন এ খবরে। বিভিন্ন সময় জি বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ালটি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়ে আসছেন তাঁরা। আশার বিষয় হচ্ছে, দর্শকদের অনুরোধ রাখছে চ্যানেল। ‘কড়ি খেলা’ আবার ফিরছে। শনিবার সিরিয়ালটির নতুন প্রোমো প্রকাশ করেছে জি বাংলা। জানানো হয়েছে, শিগগির্ আবার শুরু হবে এর প্রচার।
একজন লড়াকু একা মায়ের গল্প ‘কড়ি খেলা’। একা। কিন্তু একাকিত্বের শোক নেই তাঁর। একাই ছেলেকে বড় করছে। নিজের বেকারি ব্যবসা সামলে, সংসার সামলে, সঙ্গে আছে ছেলের দায়িত্ব- সবকিছু মিলিয়ে ওই সিঙ্গেল মা পারমিতার চরিত্রটি যেন এ সময়ের আরো অনেক নারীর প্রতিনিধি।
মুখ্য ভূমিকায় আছেন শ্রীপর্ণা রায়। স্টার জলসার সিরিয়াল ‘আঁচল’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। ওই ধারাবাহিকে তাঁর অভিনীত টুসু চরিত্র বেশ জনপ্রিয়তা পায়। পড়াশোনার জন্য কয়েক বছরের বিরতি নিয়েছিলেন। ফিরে এসে আবারো মাত করেন ‘কড়ি খেলা’র পারমিতা চরিত্র দিয়ে।
এ ধারাবাহিকের কাহিনিকার প্রশান্ত রথি ও শাশ্বতি ঘোষ। পরিচালনায় আছেন বিদ্যুৎ সাহা। শ্রীপর্ণা রায় ছাড়া অভিনয়ে আরও আছেন আনন্দ ঘোষ, তনুকা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সিরিয়ালটি ফেরার খবর জানালেও এখনো প্রচার সময় জানায়নি জি বাংলা।
দেখুন ‘কড়ি খেলা’র নতুন ট্রেলার:
ঢাকা: একাকী মায়ের গল্প নিয়ে ‘কড়ি খেলা’। জি বাংলার প্রতি ধারাবাহিকেই প্রাধান্য পায় নারীর লড়াই। ‘কড়ি খেলা’ও তেমনি। এমন এক একাকি মায়ের গল্প, যিনি কোনো অবস্থাতেই হার মানতে শেখেননি। গত বছরের ৮ মার্চ নারী দিবস থেকে শুরু হয়েছিল ধারাবাহিকটি। শুরু থেকেই তুমুল আলোচনায় ছিল ‘কড়ি খেলা’। ভারতে করোনা সংক্রমণ বাড়ায় টালিউডে শুটিং স্থগিত হয়ে যায়। সেই ধাক্কায় কিছুদিন পুরোনো পর্ব চালানোর পর, অবশেষে সিরিয়ালটির প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল।
‘কড়ি খেলা’র যারা নিয়মিত দর্শক ছিলেন, তাঁরা বেশ মন খারাপ করেছিলেন এ খবরে। বিভিন্ন সময় জি বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ালটি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়ে আসছেন তাঁরা। আশার বিষয় হচ্ছে, দর্শকদের অনুরোধ রাখছে চ্যানেল। ‘কড়ি খেলা’ আবার ফিরছে। শনিবার সিরিয়ালটির নতুন প্রোমো প্রকাশ করেছে জি বাংলা। জানানো হয়েছে, শিগগির্ আবার শুরু হবে এর প্রচার।
একজন লড়াকু একা মায়ের গল্প ‘কড়ি খেলা’। একা। কিন্তু একাকিত্বের শোক নেই তাঁর। একাই ছেলেকে বড় করছে। নিজের বেকারি ব্যবসা সামলে, সংসার সামলে, সঙ্গে আছে ছেলের দায়িত্ব- সবকিছু মিলিয়ে ওই সিঙ্গেল মা পারমিতার চরিত্রটি যেন এ সময়ের আরো অনেক নারীর প্রতিনিধি।
মুখ্য ভূমিকায় আছেন শ্রীপর্ণা রায়। স্টার জলসার সিরিয়াল ‘আঁচল’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। ওই ধারাবাহিকে তাঁর অভিনীত টুসু চরিত্র বেশ জনপ্রিয়তা পায়। পড়াশোনার জন্য কয়েক বছরের বিরতি নিয়েছিলেন। ফিরে এসে আবারো মাত করেন ‘কড়ি খেলা’র পারমিতা চরিত্র দিয়ে।
এ ধারাবাহিকের কাহিনিকার প্রশান্ত রথি ও শাশ্বতি ঘোষ। পরিচালনায় আছেন বিদ্যুৎ সাহা। শ্রীপর্ণা রায় ছাড়া অভিনয়ে আরও আছেন আনন্দ ঘোষ, তনুকা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সিরিয়ালটি ফেরার খবর জানালেও এখনো প্রচার সময় জানায়নি জি বাংলা।
দেখুন ‘কড়ি খেলা’র নতুন ট্রেলার:
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১৬ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১৭ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
২১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে