Ajker Patrika

১০ বছরে ‘ডান্স বাংলা ডান্স’

১০ বছরে ‘ডান্স বাংলা ডান্স’

ঢাকা: জি বাংলায় ফিরছে নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। পরপর ৯টি সিজন অতিক্রম করে ১০–এ পা রাখল এ বৃহৎ আয়োজন। প্রত্যন্ত অঞ্চল থেকে নৃত্যশিল্পীরা তাঁদের প্রতিভার চমক দেখাতে পারবেন আরও একবার। বহু চমক থাকছে ‘ডান্স বাংলা ডান্স’–এর এবারের আয়োজনে।

আগে বিচারকের আসনে ছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি ছেড়ে দেওয়ার পর স্টার জলসা মিঠুনকে নিয়ে শুরু করে ‘ডান্স ডান্স জুনিয়র’। যেখানে মিঠুনের ‘মহাগুরু’ বদলে হয়ে যায় ‘এম জি’। মিঠুনের সেই ছেড়ে যাওয়া আসনেই আসছেন গোবিন্দ। এর আগের মৌসুমে অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। তবে এই প্রথম গোবিন্দ পুরো মৌসুমের বিচারক।

বিচারকের আসনে তাঁর সঙ্গে থাকছেন কলকাতার বাংলা সিনেমার দুই তারকা জিৎ ও শুভশ্রী গাঙ্গুলি। আরও একটি বিশেষত্ব আছে এবারের শোয়ে। কোনো বয়সসীমা থাকছে না। যেকোনো বয়সের মানুষ, এমনকি শিশুরাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

প্রতিযোগীদের বাছাইপ্রক্রিয়া আরও স্বচ্ছ করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে জি বাংলা। এবার প্রতিযোগী বাছাই করা হবে বিচারকদের সামনে। সেটা দেখতে পাবেন দর্শকেরাও।

উপস্থাপনায়ও নতুনত্ব নিয়ে আসছে ‘ডান্স বাংলা ডান্স’। এই প্রথম থাকছেন দুজন উপস্থাপক– অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়। গুরুর আসনে দেখা যাবে দেবলীনা কুমার, ওম সাহানি, সৌমিলি বিশ্বাস ও রিমঝিম মিত্রকে। নাচের খুঁটিনাটি প্রশিক্ষণ দেবেন গুরুরা। প্রতিযোগিতায় যাঁরা অংশ নেবেন তাঁরা পছন্দমতো নিজের গুরু নির্বাচন করতে পারবেন।

ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ‘ডান্স বাংলা ডান্স’–এর প্রোমো। সেখানে দেখা যাচ্ছে প্রতিযোগীদের মনমাতানো পারফরম্যান্স। আর তারকাদের উজ্জ্বল উপস্থিতি। ওম সাহানি নিজেও উঠে এসেছেন রিয়েলিটি শো থেকে। দেবলীনা কুমার নিজে ভালো নাচেন। ওম-দেবলীনা জুটির নাচ খুব সাড়া ফেলেছিল ‘গোত্র’ সিনেমার আইটেম সং ‘রঙ্গবতী’তে। সৌমিলি বিশ্বাস ও রিমঝিম মিত্র- দুজনের কাছেই নাচ ভীষণ প্রিয়। চারজনই তাই এই সম্মান পেয়ে ভীষণ উৎফুল্ল।

প্রতি শনি ও রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় জি বাংলায় দেখা যাবে ‘ডান্স বাংলা ডান্স’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত