ঢাকা: এক বছরেরও বেশি সময় ধরে কালারস বাংলার সব সিরিয়াল বন্ধ। গত বছরের মে মাসের মাঝামাঝি চ্যানেলটি হঠাৎ কঠিন সিদ্ধান্ত নেয়। বন্ধ হয়ে যায় কালারস বাংলায় প্রচার চলতি চারটি দর্শকপ্রিয় সিরিয়াল- ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ ও ‘চিরদিনই আমি যে তোমার’।
ভারতে লকডাউনের কারনে গত বছরের মার্চ থেকে তালা পড়ে টালিউডের সমস্ত শুটিং ফ্লোরে। পুরনো পর্বগুলো পুনঃপ্রচার চলে কিছুদিন। এর দুই মাস পরে কালারস বাংলা ঘোষণা দেয়, তারা আর নিজেদের ধারাবাহিক প্রচার করবে না। পরিবর্তে কালারস চ্যানেলের হিন্দি ধারাবাহিক বাংলায় ডাব করে দেখাবে।
গত এক বছর সেটাই করছে কালারস বাংলা। ওই সময় চ্যানেলের এমন সিদ্ধান্তে বেশ ক্ষোভ তৈরি হয়েছিল। ধারাবাহিকগুলোর সঙ্গে যুক্ত কলাকুশলীদের মাথায় উঠেছিল হাত। হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছিল হতাশা।
করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেলটি।
শুটিং বন্ধ হওয়ার পর কলকাতার সব চ্যানেলেই পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার চলেছে। মাঝে মধ্যে বাড়ি থেকে মোবাইলে শুট করা এক দুটো পর্বের দেখা মিলেছিল। কিন্তু এভাবে আর কতদিন! বাধ্য হয়ে তাই ডাবিংয়ের দিকে ঝুঁকেছিল কালারস বাংলা। দুটি বড় পুরস্কার অনুষ্ঠান এবং পূজার সময় ৫ দিনের বিশেষ অনুষ্ঠানের শুটিং ছাড়া ফ্লোরে আর ক্যামেরা চলেনি।
লকডাউন না হলে আগামী জুনেই নতুন ধারাবাহিক নিয়ে ফ্লোরে ফেরার কথা ছিল কালারস বাংলার। সে অনুযায়ী কর্তৃপক্ষ আলাপও শুরু করেছিল বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে। সব যখন প্রায় ঠিকঠাক তখনই ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। আবারো কঠোর লকডাউনের ঘোষণা আসে।
ফলে পরিকল্পনায় সাময়িক ইতি টানতে বাধ্য হয় কর্তৃপক্ষ। চলতি লকডাউনে ডাবিং স্টুডিওগুলোও বন্ধ। তা হলে কি ডাব করা ধারাবাহিক দেখানোও বন্ধের পথে?
শোনা যাচ্ছে, এক বছর ডাব করে সিরিয়াল চালানোর পর এবার সিদ্ধান্ত বদলাচ্ছে কালারস বাংলা। আগামী জুলাই অথবা আগস্টে আবার শুটিং শুরু হবে। আবার প্রচার হবে চ্যানেলটির নিজস্ব বাংলা সিরিয়াল। তাই আশায় বুক বাঁধছেন ছোট পর্দার নির্মাতা-অভিনয়শিল্পী থেকে কলাকুশলীরা। দর্শকরাও অপেক্ষায় আছেন আবার কবে দেখতে পাবেন ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ অথবা ‘চিরদিনই আমি যে তোমার’ এর নতুন পর্ব।
ঢাকা: এক বছরেরও বেশি সময় ধরে কালারস বাংলার সব সিরিয়াল বন্ধ। গত বছরের মে মাসের মাঝামাঝি চ্যানেলটি হঠাৎ কঠিন সিদ্ধান্ত নেয়। বন্ধ হয়ে যায় কালারস বাংলায় প্রচার চলতি চারটি দর্শকপ্রিয় সিরিয়াল- ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ ও ‘চিরদিনই আমি যে তোমার’।
ভারতে লকডাউনের কারনে গত বছরের মার্চ থেকে তালা পড়ে টালিউডের সমস্ত শুটিং ফ্লোরে। পুরনো পর্বগুলো পুনঃপ্রচার চলে কিছুদিন। এর দুই মাস পরে কালারস বাংলা ঘোষণা দেয়, তারা আর নিজেদের ধারাবাহিক প্রচার করবে না। পরিবর্তে কালারস চ্যানেলের হিন্দি ধারাবাহিক বাংলায় ডাব করে দেখাবে।
গত এক বছর সেটাই করছে কালারস বাংলা। ওই সময় চ্যানেলের এমন সিদ্ধান্তে বেশ ক্ষোভ তৈরি হয়েছিল। ধারাবাহিকগুলোর সঙ্গে যুক্ত কলাকুশলীদের মাথায় উঠেছিল হাত। হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছিল হতাশা।
করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেলটি।
শুটিং বন্ধ হওয়ার পর কলকাতার সব চ্যানেলেই পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার চলেছে। মাঝে মধ্যে বাড়ি থেকে মোবাইলে শুট করা এক দুটো পর্বের দেখা মিলেছিল। কিন্তু এভাবে আর কতদিন! বাধ্য হয়ে তাই ডাবিংয়ের দিকে ঝুঁকেছিল কালারস বাংলা। দুটি বড় পুরস্কার অনুষ্ঠান এবং পূজার সময় ৫ দিনের বিশেষ অনুষ্ঠানের শুটিং ছাড়া ফ্লোরে আর ক্যামেরা চলেনি।
লকডাউন না হলে আগামী জুনেই নতুন ধারাবাহিক নিয়ে ফ্লোরে ফেরার কথা ছিল কালারস বাংলার। সে অনুযায়ী কর্তৃপক্ষ আলাপও শুরু করেছিল বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে। সব যখন প্রায় ঠিকঠাক তখনই ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। আবারো কঠোর লকডাউনের ঘোষণা আসে।
ফলে পরিকল্পনায় সাময়িক ইতি টানতে বাধ্য হয় কর্তৃপক্ষ। চলতি লকডাউনে ডাবিং স্টুডিওগুলোও বন্ধ। তা হলে কি ডাব করা ধারাবাহিক দেখানোও বন্ধের পথে?
শোনা যাচ্ছে, এক বছর ডাব করে সিরিয়াল চালানোর পর এবার সিদ্ধান্ত বদলাচ্ছে কালারস বাংলা। আগামী জুলাই অথবা আগস্টে আবার শুটিং শুরু হবে। আবার প্রচার হবে চ্যানেলটির নিজস্ব বাংলা সিরিয়াল। তাই আশায় বুক বাঁধছেন ছোট পর্দার নির্মাতা-অভিনয়শিল্পী থেকে কলাকুশলীরা। দর্শকরাও অপেক্ষায় আছেন আবার কবে দেখতে পাবেন ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ অথবা ‘চিরদিনই আমি যে তোমার’ এর নতুন পর্ব।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১৬ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১৭ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
২১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে