ঢাকা: গত বছর ‘রসোরেমে কৌন থা’ নামে একটি প্যারোডি র্যাপ ভাইরাল হয়েছিল অনলাইনে। জনপ্রিয় ইউটিউবার যশরাজ সিরিয়ালের কয়েকটি সংলাপ মিলিয়ে র্যাপটি বানিয়েছিলেন। র্যাপের সংলাপগুলো নেওয়া হয়েছিল ‘সাথ নিভানা সাথিয়া’ থেকে। সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র কোকিলাবেনের একটি সংলাপকে র্যাপ স্টাইলে তুলে ধরে হইচই ফেলে দিয়েছিলেন যশরাজ। কয়েক বছর আগে শেষ হয়েছে সিরিয়ালটি।
হিন্দি সিরিয়ালপ্রেমীদের মধ্যে খুব কম জনই আছেন, যাঁরা ‘সাথ নিভানা সাথিয়া’ দেখেননি। বহু বছর ছোট পর্দায় দাপিয়ে ব্যাটিং করেছে অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল। প্রচারিত হয়েছে দুই হাজারেরও বেশি পর্ব। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘গোপী বউ’ তো সবার কাছে ভীষণ পছন্দের চরিত্র।
ওই চরিত্রে অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছেন বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য। ধারাবাহিকটির কল্যাণে বিগ বস থেকেও ঘুরে এসেছেন তিনি।
স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘কে আপন কে পর’–এর হিন্দি রূপই ‘সাথ নিভানা সাথিয়া’। প্রথম মৌসুমের তুমুল সাফল্যের পর গত বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হয় ‘সাথ নিভানা সাথিয়া ২’। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ১৯৫টি পর্ব।
এ সিরিয়ালের প্রধান চরিত্র গহনা। ছোট্ট শহর থেকে উঠে এসেছে সে। পড়াশোনা শেষ করে একদিন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পায়। যে পরিবারে তার বিয়ে হয়, ওই পরিবারেই একদিন কাজের মেয়ে হিসেবে এসেছিল সে। শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য মন–প্রাণ ঢেলে কাজ করে গহনা। শুধু নিষ্ঠার জোরেই প্রতিবার যাবতীয় বাধা পেরিয়ে যায় সে।
সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় স্টার প্লাসে প্রচারিদ হচ্ছে ‘সাথ নিভানা সাথিয়া ২’।
ঢাকা: গত বছর ‘রসোরেমে কৌন থা’ নামে একটি প্যারোডি র্যাপ ভাইরাল হয়েছিল অনলাইনে। জনপ্রিয় ইউটিউবার যশরাজ সিরিয়ালের কয়েকটি সংলাপ মিলিয়ে র্যাপটি বানিয়েছিলেন। র্যাপের সংলাপগুলো নেওয়া হয়েছিল ‘সাথ নিভানা সাথিয়া’ থেকে। সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র কোকিলাবেনের একটি সংলাপকে র্যাপ স্টাইলে তুলে ধরে হইচই ফেলে দিয়েছিলেন যশরাজ। কয়েক বছর আগে শেষ হয়েছে সিরিয়ালটি।
হিন্দি সিরিয়ালপ্রেমীদের মধ্যে খুব কম জনই আছেন, যাঁরা ‘সাথ নিভানা সাথিয়া’ দেখেননি। বহু বছর ছোট পর্দায় দাপিয়ে ব্যাটিং করেছে অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল। প্রচারিত হয়েছে দুই হাজারেরও বেশি পর্ব। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘গোপী বউ’ তো সবার কাছে ভীষণ পছন্দের চরিত্র।
ওই চরিত্রে অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছেন বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য। ধারাবাহিকটির কল্যাণে বিগ বস থেকেও ঘুরে এসেছেন তিনি।
স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘কে আপন কে পর’–এর হিন্দি রূপই ‘সাথ নিভানা সাথিয়া’। প্রথম মৌসুমের তুমুল সাফল্যের পর গত বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হয় ‘সাথ নিভানা সাথিয়া ২’। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ১৯৫টি পর্ব।
এ সিরিয়ালের প্রধান চরিত্র গহনা। ছোট্ট শহর থেকে উঠে এসেছে সে। পড়াশোনা শেষ করে একদিন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পায়। যে পরিবারে তার বিয়ে হয়, ওই পরিবারেই একদিন কাজের মেয়ে হিসেবে এসেছিল সে। শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য মন–প্রাণ ঢেলে কাজ করে গহনা। শুধু নিষ্ঠার জোরেই প্রতিবার যাবতীয় বাধা পেরিয়ে যায় সে।
সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় স্টার প্লাসে প্রচারিদ হচ্ছে ‘সাথ নিভানা সাথিয়া ২’।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১৬ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১৭ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
২১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে