Ajker Patrika

কাজের মেয়ে যখন ঘরের বউ

কাজের মেয়ে যখন ঘরের বউ

ঢাকা: গত বছর ‘রসোরেমে কৌন থা’ নামে একটি প্যারোডি র‌্যাপ ভাইরাল হয়েছিল অনলাইনে। জনপ্রিয় ইউটিউবার যশরাজ সিরিয়ালের কয়েকটি সংলাপ মিলিয়ে র‌্যাপটি বানিয়েছিলেন। র‌্যাপের সংলাপগুলো নেওয়া হয়েছিল ‘সাথ নিভানা সাথিয়া’ থেকে। সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্র কোকিলাবেনের একটি সংলাপকে র‌্যাপ স্টাইলে তুলে ধরে হইচই ফেলে দিয়েছিলেন যশরাজ। কয়েক বছর আগে শেষ হয়েছে সিরিয়ালটি।

হিন্দি সিরিয়ালপ্রেমীদের মধ্যে খুব কম জনই আছেন, যাঁরা ‘সাথ নিভানা সাথিয়া’ দেখেননি। বহু বছর ছোট পর্দায় দাপিয়ে ব্যাটিং করেছে অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল। প্রচারিত হয়েছে দুই হাজারেরও বেশি পর্ব। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘গোপী বউ’ তো সবার কাছে ভীষণ পছন্দের চরিত্র।

ওই চরিত্রে অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছেন বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য। ধারাবাহিকটির কল্যাণে বিগ বস থেকেও ঘুরে এসেছেন তিনি।

স্টার জলসার বাংলা ধারাবাহিক ‘কে আপন কে পর’–এর হিন্দি রূপই ‘সাথ নিভানা সাথিয়া’। প্রথম মৌসুমের তুমুল সাফল্যের পর গত বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হয় ‘সাথ নিভানা সাথিয়া ২’। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ১৯৫টি পর্ব।

এ সিরিয়ালের প্রধান চরিত্র গহনা। ছোট্ট শহর থেকে উঠে এসেছে সে। পড়াশোনা শেষ করে একদিন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পায়। যে পরিবারে তার বিয়ে হয়, ওই পরিবারেই একদিন কাজের মেয়ে হিসেবে এসেছিল সে। শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য মন–প্রাণ ঢেলে কাজ করে গহনা। শুধু নিষ্ঠার জোরেই প্রতিবার যাবতীয় বাধা পেরিয়ে যায় সে।

সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় স্টার প্লাসে প্রচারিদ হচ্ছে ‘সাথ নিভানা সাথিয়া ২’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত