বিনোদন ডেস্ক
ঢাকা: ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে ভিলেনের চরিত্রে অভিনয় করার কথা ছিল মনোজ বাজপেয়ির। তবে সিরিজ থেকে সরে এলেন তিনি। প্রসঙ্গত, সিরিজে মূল চরিত্রে রয়েছেন হৃতিক রোশন।
গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে হৃতিক রোশনের এই ওয়েব সিরিজ ঘিরে। গত বছরই শোনা গিয়েছিল জনপ্রিয় ব্রিটিশ ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে দেখা যাবে হৃতিককে। সিরিজের গল্প ও চিত্রনাট্য শুনে পছন্দ হওয়ায় ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে দিয়েছেন তিনি। বিখ্যাত হলিউড সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত হলিউড অভিনেতা টম হিডলস্টন ছিলেন ‘দ্য নাইট ম্যানেজার’ মূল ওয়েব সিরিজের প্রধান চরিত্রে। ‘অ্যাভেঞ্জার্স’ ছবির সিরিজে ‘লোকি’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন টম।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে প্রধান ভিলেনের চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন মনোজ বাজপেয়ি। পর্দায় হৃতিকের সঙ্গে জমিয়ে তাঁর মহড়া নেওয়ার খবর জানতে পেরে নড়েচড়ে বসেছিল তাঁদের অনুরাগীর দল। মূল ভার্সনটিতে মনোজের এই চরিত্রের নাম ছিল ‘রিচার্ড রোপার’, যাতে অভিনয় করেছিলেন হিউ লোরি। ‘রিচার্ড রোপার’ চরিত্রটি অবৈধ অস্ত্র চোরাচালানকারীর, কিন্তু সাধারণ মানুষের কাছে তার পরিচয় এক বিরাট ও নামকরা ব্যবসায়ীর। তবে নতুন খবর হলো, এই ওয়েব সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মনোজ।
কিন্তু কেন হঠাৎ করে নিজেকে এই বিগ বাজেটের প্রোজেক্ট থেকে সরিয়ে নিলেন মনোজ? শোনা যাচ্ছে, শুধু শিডিউল জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আসলে এতদিন সবকিছু পরিকল্পনামাফিক এগোলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সমস্ত পরিকল্পনা ওলটপালট হয়ে যায়। এক কথায় বন্ধ হয়ে গেছে ভারতের বিনোদনজগৎ। তাই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমস্ত ছবির শুটিং। এই তালিকায় রয়েছে মনোজের দুটি ছবিও। লকডাউনের কারণে মাঝপথেই সেই দুই ছবির কাজ আটকে রয়েছে। লকডাউন উঠলে সেই ছবির টানা শুটিং শুরু হওয়ার কথা। অথচ এদিকে হৃতিকেরও এই ছবির শুটিং সম্ভবত শুরু হবে লকডাউন ওঠামাত্রই। তাই বিপদে পড়েছেন মনোজ। কিছুতেই ওই ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে নিজের ‘ডেট’ মিলিয়ে উঠতে পারছিলেন না তিনি। তাই উপায় না দেখে একপ্রকার বাধ্য হয়েই নাকি এ পদক্ষেপ নিয়েছেন মনোজ। এই মুহূর্তে সেই চরিত্রের জন্য অন্য অভিনেতার খোঁজ শুরু করেছেন সিরিজের নির্মাতারা।
ঢাকা: ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে ভিলেনের চরিত্রে অভিনয় করার কথা ছিল মনোজ বাজপেয়ির। তবে সিরিজ থেকে সরে এলেন তিনি। প্রসঙ্গত, সিরিজে মূল চরিত্রে রয়েছেন হৃতিক রোশন।
গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে হৃতিক রোশনের এই ওয়েব সিরিজ ঘিরে। গত বছরই শোনা গিয়েছিল জনপ্রিয় ব্রিটিশ ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে দেখা যাবে হৃতিককে। সিরিজের গল্প ও চিত্রনাট্য শুনে পছন্দ হওয়ায় ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে দিয়েছেন তিনি। বিখ্যাত হলিউড সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত হলিউড অভিনেতা টম হিডলস্টন ছিলেন ‘দ্য নাইট ম্যানেজার’ মূল ওয়েব সিরিজের প্রধান চরিত্রে। ‘অ্যাভেঞ্জার্স’ ছবির সিরিজে ‘লোকি’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন টম।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে প্রধান ভিলেনের চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন মনোজ বাজপেয়ি। পর্দায় হৃতিকের সঙ্গে জমিয়ে তাঁর মহড়া নেওয়ার খবর জানতে পেরে নড়েচড়ে বসেছিল তাঁদের অনুরাগীর দল। মূল ভার্সনটিতে মনোজের এই চরিত্রের নাম ছিল ‘রিচার্ড রোপার’, যাতে অভিনয় করেছিলেন হিউ লোরি। ‘রিচার্ড রোপার’ চরিত্রটি অবৈধ অস্ত্র চোরাচালানকারীর, কিন্তু সাধারণ মানুষের কাছে তার পরিচয় এক বিরাট ও নামকরা ব্যবসায়ীর। তবে নতুন খবর হলো, এই ওয়েব সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মনোজ।
কিন্তু কেন হঠাৎ করে নিজেকে এই বিগ বাজেটের প্রোজেক্ট থেকে সরিয়ে নিলেন মনোজ? শোনা যাচ্ছে, শুধু শিডিউল জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আসলে এতদিন সবকিছু পরিকল্পনামাফিক এগোলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সমস্ত পরিকল্পনা ওলটপালট হয়ে যায়। এক কথায় বন্ধ হয়ে গেছে ভারতের বিনোদনজগৎ। তাই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমস্ত ছবির শুটিং। এই তালিকায় রয়েছে মনোজের দুটি ছবিও। লকডাউনের কারণে মাঝপথেই সেই দুই ছবির কাজ আটকে রয়েছে। লকডাউন উঠলে সেই ছবির টানা শুটিং শুরু হওয়ার কথা। অথচ এদিকে হৃতিকেরও এই ছবির শুটিং সম্ভবত শুরু হবে লকডাউন ওঠামাত্রই। তাই বিপদে পড়েছেন মনোজ। কিছুতেই ওই ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে নিজের ‘ডেট’ মিলিয়ে উঠতে পারছিলেন না তিনি। তাই উপায় না দেখে একপ্রকার বাধ্য হয়েই নাকি এ পদক্ষেপ নিয়েছেন মনোজ। এই মুহূর্তে সেই চরিত্রের জন্য অন্য অভিনেতার খোঁজ শুরু করেছেন সিরিজের নির্মাতারা।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২৩ মিনিট আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৩০ মিনিট আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৩৫ মিনিট আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৩৯ মিনিট আগে