ঢাকা: জি বাংলার ধারাবাহিক ‘অপরাজিতা অপু’র প্রথম পর্ব প্রচারিত হয় গত বছরের ৩০ নভেম্বর। নারীকেন্দ্রিক গল্প। এরই মধ্যে দেড় শ পর্ব পেরিয়েছে ধারাবাহিকটি। প্রচারের শুরু থেকেই বেশ আলোচনায় ‘অপরাজিতা অপু’।
ধারাবাহিকের প্রধান চরিত্র অপু। মফস্বলের মেয়ে। মধ্যবিত্ত পরিবার। পড়াশোনা শিখে বাবার পাশে দাঁড়াতে চায় সে। যদিও মধ্যবিত্ত মানসিকতার বাবা মনে করেন, লেখাপড়া শিখে চাকরি করবে ছেলেরা। মেয়েরা সংসারের দায়িত্ব সামলাবে। পরিবারের এই মানসিকতার সঙ্গে খাপ খায় না আধুনিক অপুর ধ্যান–ধারণা।
কাউকে ভয় পাওয়ার স্বভাব নেই অপুর। যৌতুকের জন্য তার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে বিয়ে ভেঙে দিতে চাইলে রুখে দাঁড়ায় সে। প্রশাসনের দ্বারস্থ হয়। শেষ পর্যন্ত জিতে যায় সে-ই। বিয়ের পর নারীদের চাকরি নিয়ে আপত্তির বিরুদ্ধেও তার অবস্থান।
অপু যখন ব্যক্তিগত জীবন নিয়ে জটিলতায়। এমন সময় তার জীবনে আসে দীপু। অপুর বড় বোন সুপর্ণার দেবর দীপু। আগাগোড়া মা অন্তঃপ্রাণ ছেলে সে। তার কাছে মায়ের বক্তব্যই শেষ কথা। দীপুর মায়ের ধ্যান-ধারণাও একই রকম। কোনোভাবেই চান না তাঁর বাড়ির কোনো মেয়ে চাকরি করুক।
সংশয় দানা বাঁধে। অপু আর দীপুর সম্পর্ক কি আদৌ পরিণতি পাবে? সমাজ-সংসারের সব বাধা পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে সে? এ প্রেক্ষাপট নিয়েই এগিয়েছে ‘অপরাজিতা অপু’।
গল্প এগিয়েছে অনেক দূর। কয়েক পর্ব আগেই অপু-দীপুর বিয়ে হয়েছে। ওই বিয়ে নিয়েও কম নাটকীয়তা হয়নি! বিয়ের দিন হঠাৎ পালিয়ে যায় দীপুর হবু বউ। তাই দীপুর সম্মান বাঁচাতে সবাইকে লুকিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়ে অপু। তারপর নানা ঘটনা পেরিয়ে অপু এখন দীপুর বউ। অপুর শাশুড়ি ভীষণ কড়া। তাঁর সঙ্গে নানান বিষয় নিয়েই দ্বন্দ্ব বাধে অপুর। কিন্তু হার মানার মেয়ে সে নয়। নতুন সংসারে গিয়েও অপুর প্রতিবাদী রূপ বজায় আছে।
ধারাবাহিকটি প্রযোজনা করছেন ‘কে আপন কে পর’, ‘কৃষ্ণকলি’খ্যাত সুশান্ত দাস। ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে অপু চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। এটিই প্রথম ধারাবাহিক তাঁর। এর আগে মডেলিং করতেন। দীপু চরিত্রে আছেন রোহান ভট্টাচার্য। অপুর বাবা হিসেবে আছেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। আরো আছেন শৈবাল ভট্টাচার্য, সোমা চক্রবর্তী, নন্দিনী চট্টোপাধ্যায়, সঞ্জীব সরকার প্রমুখ।
জি বাংলায় সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় দেখা যাবে ‘অপরাজিতা অপু’।
ঢাকা: জি বাংলার ধারাবাহিক ‘অপরাজিতা অপু’র প্রথম পর্ব প্রচারিত হয় গত বছরের ৩০ নভেম্বর। নারীকেন্দ্রিক গল্প। এরই মধ্যে দেড় শ পর্ব পেরিয়েছে ধারাবাহিকটি। প্রচারের শুরু থেকেই বেশ আলোচনায় ‘অপরাজিতা অপু’।
ধারাবাহিকের প্রধান চরিত্র অপু। মফস্বলের মেয়ে। মধ্যবিত্ত পরিবার। পড়াশোনা শিখে বাবার পাশে দাঁড়াতে চায় সে। যদিও মধ্যবিত্ত মানসিকতার বাবা মনে করেন, লেখাপড়া শিখে চাকরি করবে ছেলেরা। মেয়েরা সংসারের দায়িত্ব সামলাবে। পরিবারের এই মানসিকতার সঙ্গে খাপ খায় না আধুনিক অপুর ধ্যান–ধারণা।
কাউকে ভয় পাওয়ার স্বভাব নেই অপুর। যৌতুকের জন্য তার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে বিয়ে ভেঙে দিতে চাইলে রুখে দাঁড়ায় সে। প্রশাসনের দ্বারস্থ হয়। শেষ পর্যন্ত জিতে যায় সে-ই। বিয়ের পর নারীদের চাকরি নিয়ে আপত্তির বিরুদ্ধেও তার অবস্থান।
অপু যখন ব্যক্তিগত জীবন নিয়ে জটিলতায়। এমন সময় তার জীবনে আসে দীপু। অপুর বড় বোন সুপর্ণার দেবর দীপু। আগাগোড়া মা অন্তঃপ্রাণ ছেলে সে। তার কাছে মায়ের বক্তব্যই শেষ কথা। দীপুর মায়ের ধ্যান-ধারণাও একই রকম। কোনোভাবেই চান না তাঁর বাড়ির কোনো মেয়ে চাকরি করুক।
সংশয় দানা বাঁধে। অপু আর দীপুর সম্পর্ক কি আদৌ পরিণতি পাবে? সমাজ-সংসারের সব বাধা পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে সে? এ প্রেক্ষাপট নিয়েই এগিয়েছে ‘অপরাজিতা অপু’।
গল্প এগিয়েছে অনেক দূর। কয়েক পর্ব আগেই অপু-দীপুর বিয়ে হয়েছে। ওই বিয়ে নিয়েও কম নাটকীয়তা হয়নি! বিয়ের দিন হঠাৎ পালিয়ে যায় দীপুর হবু বউ। তাই দীপুর সম্মান বাঁচাতে সবাইকে লুকিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়ে অপু। তারপর নানা ঘটনা পেরিয়ে অপু এখন দীপুর বউ। অপুর শাশুড়ি ভীষণ কড়া। তাঁর সঙ্গে নানান বিষয় নিয়েই দ্বন্দ্ব বাধে অপুর। কিন্তু হার মানার মেয়ে সে নয়। নতুন সংসারে গিয়েও অপুর প্রতিবাদী রূপ বজায় আছে।
ধারাবাহিকটি প্রযোজনা করছেন ‘কে আপন কে পর’, ‘কৃষ্ণকলি’খ্যাত সুশান্ত দাস। ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে অপু চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। এটিই প্রথম ধারাবাহিক তাঁর। এর আগে মডেলিং করতেন। দীপু চরিত্রে আছেন রোহান ভট্টাচার্য। অপুর বাবা হিসেবে আছেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। আরো আছেন শৈবাল ভট্টাচার্য, সোমা চক্রবর্তী, নন্দিনী চট্টোপাধ্যায়, সঞ্জীব সরকার প্রমুখ।
জি বাংলায় সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় দেখা যাবে ‘অপরাজিতা অপু’।
বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমার শুটিংয়ের সময় এই যন্ত্রণাদায়ক রোগের সূত্রপাত হয়। সাড়ে সাত বছর এই রোগ তাঁকে ভুগিয়েছে।
১২ ঘণ্টা আগেছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
১৭ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৯ ঘণ্টা আগে