স্বভাবে জটায়ু, বুদ্ধিতে ফেলুদা
হইচই ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করেছেন অনির্বান চক্রবর্তী। চরিত্রটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, অনির্বানের সঙ্গে সত্যজিৎ রায়ের জটায়ু চরিত্রের সন্তোষ দত্তর চেহারার অসম্ভব মিল।