Ajker Patrika

মীরাক্কেলের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া হলো না বাংলাদেশের রাশেদের

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২১ মে ২০২১, ২০: ২৮
মীরাক্কেলের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া হলো না বাংলাদেশের রাশেদের

ঢাকা: ‘মীরাক্কেল’ শব্দটির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিনোদনপ্রিয় দর্শকমাত্র জানেন এটি জি বাংলায় প্রচারিত জনপ্রিয় একটি রিয়েলিটি শো। বাংলাভাষী স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের কাছে মীরাক্কেলের মঞ্চ স্বপ্নের মতো।

সেই স্বপ্ন পূরণ হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে আফনান আহমেদ রাশেদের। তিনি মীরাক্কেলের দশম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন। তবে দুঃখজনক ঘটনা, ফাইনালিস্ট হয়েও অংশ নিতে পারছেন না ফাইনালে। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকার কারণে তিনি ‘অনুপস্থিত’ অনুষ্ঠানে।

নারায়ণগঞ্জের ফতুল্লার ছেলে আফনান আহমেদ রাশেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো আক্কেল চ্যালেঞ্জার্স মীরাক্কেল-এর দশম আসরে অংশগ্রহণ করেন। তিনি জায়গা করে নেন মূল পর্বে।

এবারের আসরে অন্যতম সেরা প্রতিযোগী হিসেবে রাশেদ ছিলেন দর্শকদের পছন্দের তালিকায়। তবে করোনার প্রভাবে ভারতে পৌঁছে সঠিক সময়ে শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। আর তাই ফাইনালে অংশগ্রহণ করতে পারছেন না। ভারতে প্রতিযোগিতার শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

রাশেদ বলেন, ‘শুটিং শিডিউলের ফাঁকে বিশেষ কাজে দেশে এসেছিলাম। এরপর লকডাউনে পড়ে যাই। ফ্লাইটের টিকিট কেটেছিলাম, সেটাও ক্যানসেল হয়ে যায়। জি বাংলা অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় সেটা সম্ভব হয়নি। তবে ভালো লাগার বিষয়, অফিশিয়ালি আমাকে ফাইনালিস্ট স্বীকৃতি দেওয়া হয়েছে। ফাইনালে তারা আমাকে নিয়ে একটা ভিডিও ক্লিপ সম্প্রচার করবে। আমি দর্শকসহ সবার প্রতি কৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত